অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই এই ম্যালওয়্যার যুক্ত অ্যাপগুলো সরান ফোন থেকে

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই এই ম্যালওয়্যার যুক্ত অ্যাপগুলো সরান ফোন থেকে
HIGHLIGHTS

Google Play Store ফের কিছু ক্ষতিকর অ্যাপের সন্ধান মিলল

আপনার ফোনে এই অ্যাপগুলো থেকে থাকলে এখনই আনইনস্টল করে দিন

তালিকায় আছে 4K Pro Camera, Advanced SMS, ইত্যাদি

আবার ক্ষতিকর অ্যাপের সন্ধান মিলল Google Play Store -এ। একটা দুটো নয়, একেবারে 203 টি ম্যালওয়্যার যুক্ত অ্যাপের সন্ধান মিলেছে Google Play Store- এ। থাইল্যান্ডের মিনিস্ট্রি অফ ডিজিটাল ইকোনমি অ্যান্ড সোসাইটির তরফে এই ক্ষতিকর অ্যাপগুলোকে চিহ্নিত করা হয়েছে। ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির তরফেও একই কথা জানানো হয়েছে এই অ্যাপগুলো সম্পর্কে। এই উল্লিখিত অ্যাপগুলোতে ক্ষতিকর ম্যালওয়্যার আছে। আপনি এই অ্যাপ যেই ডাউনলোড করবে অমনি আপনার ফোনে থাকা সমস্ত তথ্য প্রতারকদের কাছে চলে যাবে। যদিও এই খবর প্রকাশ্যে আসার পর Google -এর তরফে এই অ্যাপগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। তবুও যদিও এগুলোর কোনও আপনার ফোনে থেকে থাকে তাহলে এখনই সেগুলোকে ডিলিট করুন। 

এই প্রতিবেদন থেকে দেখে নিন কোন কোন ক্ষতিকর অ্যাপের কথা জানানো হয়েছে যেখানে আছে ম্যালওয়্যার। রইল সম্পূর্ণ তালিকা। 

ক্ষতিকর 203 টি অ্যাপের তালিকায় নাম আছে 4K Pro Camera, 4K Wallpapers Auto Charger, Advanced SMS, aipic – Magic Photo Editor, All Good PDF Scanner, All Good Language Translate, All Photo Translator, Art Filters, Astro + Horoscope Astrology, Astroline: The Daily Horoscope, Auto Sticker Maker Studio, Avatar Maker Character Creator, Baby Sticker – Track Milestones, Bass Booster Volume Power Amp, Battery Charging Animations Battery Wallpaper, Battery Charging Animations Bubble – Effects, Beat.ly Music Video Maker, Blood Pressure Checker, Blur Image, Caller Theme, Cache Clear, Chat Online, Cool Keyboard, Creative 3D Launcher, Dazzling Keyboard, Design Maker, Frames, Funny Camera, Funny Keyboard, Funny Wallpapers – Live Screen, Gif Emoji Keyboard, Horoscope 2019 and Palm Reader, iMessager, Mini PDF Scanner, PDF Scanner: Document Scan, Personal Message, Photo Collage, Photo Editor & Background Eraser, ইত্যাদির। 

Malware apps in play store

এছাড়া Unique Keyboard, Universal PDF Scanner, Vanilla Snap Camera, Video Puzzles – Magic Puzzle, Ringtones HD + Ringtone Maker, VOCHI Video Effects Editor, Volume Booster Hearing Aid, Volume Booster Louder Sound Equalizer, Water Reminder, Themes Photo Keyboard, Style Photo Collage, Super-Hero Effect, Sweet Pics- Baby Photo Editor, Talent Photo Editor- Blur Focus- এই অ্যাপগুলোর নামও আছে এই তালিকায়। 

নিজেকে এবং ফোনে থাকা তথ্যকে সুরক্ষিত রাখতে চাইলে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই অ্যাপগুলোকে এখনই ফোন থেকে ডিলিট করে ফেলুন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo