Google-এ ধরা পড়ল ২৩ টি ভয়ঙ্কর মোবাইল অ্যাপ, ফোনে থাকলেই হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি

Google-এ ধরা পড়ল ২৩ টি ভয়ঙ্কর মোবাইল অ্যাপ, ফোনে থাকলেই হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি
HIGHLIGHTS

Google Play Store-এ ২৩টি অ্য়াপের সন্ধান পাওয়া গিয়েছে যার মাধ্য়মে হ্যাকাররা অ্যান্ড্রয়েড ফোন ব্য়বহারকারীকে টার্গেট করে স্ক্যাম করে

Android ডিভাইসে ম্যালওয়ারের সমস্যা সবথেকে বেশি দেখা যায়

অ্যান্ড্রয়েড ব্য়বহারকারীদের ফোনে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে সতর্ক হওয়া উচিত

Android Mobile Phone-এর সবচেয়ে বেশি ভারতের বাজারে বিক্রি হয়। শুধু ভারতেই নয় বরং বিশ্ব সবথেকে বেশি অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার করা হয়। তবে বেশ কিছু বছর ধরে অ্যান্ড্রয়েড ডিভাইসে ম্যালওয়ারের সমস্যা সবথেকে বেশি দেখা যাচ্ছে। অন্য়দিকে প্রতিদিন খবের নতুন ভাইরাস এর সম্পর্কে জানা যায়। এবং এই ভাইরাস বিশ্বে সবথেকে বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে এই ভাইরাস পাওয়া যায়।

Google Play Store-এ দিনে পর দিন ফেক অ্যাপের সংখ্যা বেড়েই চলেছে। আর গুগল সেগুলিকে চিহ্নিত করে অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে দিচ্ছে।

এবার গুগল প্লে স্টোরে এমন ২৩ টি অ্য়াপের সন্ধান পাওয়া গিয়েছে যার মাধ্য়মে হ্যাকাররা অ্যান্ড্রয়েড ফোন ব্য়বহারকারীকে টার্গেট করে স্ক্যাম করছে। তাই একটি রিপোর্টে ব্য়বহারকারীদের সতর্ক করে বলা হয়েছে যে এই ২৩ টি অ্যাপের মধ্যে যদি কোনও অ্যাপ আপনার মোবাইলে থাকে তাহলে সেটা ডিলিট করে দিন এখনই ৷

এই অ্যাপগুলি ধীরে-ধীরে মোবাইল ব্য়বহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেয়। অ্যান্ড্রয়েড ব্য়বহারকারীদের ফোনে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে সতর্ক হওয়া উচিত। সাইবার সিকিউরিটি ও সফটওয়্যার ফার্ম Sophos এই বিপজ্জনক অ্যাপগুলি নাম প্রকাশ করেছে৷ রিপোর্ট অনুযায়ী, এই ২৩টি অ্যাপই fleeceware অ্যাপ আর এই অ্যাপগুলি গুগল প্লে স্টোরের পলিসি লঘন করেছে৷

একটি ব্লগপোস্ট অনুযায়ি গুগল এর এই অ্যাপ টার্ম ও ফন্ট খুবই খুদ্রাকারে থাকে যা একটি ইউজার পরতে পারেন না। এতে কয়েকটি ঢিলেমি আছে যার সূত্র ধরে বিভিন্ন বিপদজনক কাজ করতে অনুমতি দেয়।

Sophos-এ দেওয়া তালিকাটি দেখে নিন-

com.photoconverter.fileconverter.jpegconverter, com.recoverydeleted.recoveryphoto.photobackup, com.screenrecorder.gamerecorder.screenrecording, com.photogridmixer.instagrid, com.compressvideo.videoextractor, com.smartsearch.imagessearch, com.emmcs.wallpappercom.wallpaper.work.application, com.gametris.wallpaper.application, com.tell.shortvideocom.csxykk.fontmoji, com.dev.palmistryastrology, com.video.magiciancom.el2020xstar.xstar, com.dev.furturescopecom.fortunemirror, com.itools.prankcallfreelitecom.isocial.fakechat, com.old.mecom.myreplica.celebritylikeme.pro, com.nineteen.pokeradar, com.pokemongo.ivgocalculatorcom.hy.gscanner

fleeceware একরকমের ম্যালওয়ার মোবাইল অ্যাপ৷ এতে লুকোনো সাবস্ক্রিপশন ফি থাকে, যা দেখা যায় না। যেই ব্য়বহারকারীরা এটি দেখতে পারেনা সাবস্ক্রিপশন ছেড়ে দিতেই এই অ্যাপগুলি সাবস্ক্রিপশন ফি নিতেই থাকে৷
 
তাই আলাদা করে সাবস্ক্রিপশন ফি আলাদা করে বাতিল করতে হয়৷ এরা স্প্যাম সাবস্ক্রিপশন পদ্ধতি ব্যবহার করে৷ ব্যবহারকারী যদি একবার এইগুলো সাবস্ক্রিপশন চালু করে দেয় তখনই গণ্ডগোলের শুরু৷ এদের আলাদা অ্যাপের বিভাগে আলাদা আলাদা সাবস্ক্রিপশন হয়৷ ব্যবহারকারী না বুঝেই আলাদা সাবস্ক্রিপশনের অপশনে ক্লিক করে হ্যাঁ করে দেন৷

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo