ভুলভাল মেসেজ, মিডিয়া ফাইলে ভরপুর WhatsApp? দেখুন স্টোরেজের ভার কমানোর সহজ উপায়
WhatsApp -এর স্টোরেজ অনেক সময় অপ্রয়োজনীয় মেসেজের চাপে ভরে যায়
তখন আপনাকে সাহায্য করতে পারে WhatsApp Storage Tool
এটার সাহায্যে WhatsApp -এর স্টোরেজ খালি করতে পারবেন
কী গতকাল নিশ্চয় গুচ্ছের নতুন বছরের শুভেচ্ছা বার্তা পেয়েছেন? ছবি থেকে ভিডিও, GIF থেকে স্টিকার? স্বাভাবিক! রোজকার গুড মর্নিং গুড নাইট মেসেজ তো বটেই, কোনও বিশেষ অকেশনে একাধিক ফরোয়ার্ডেড মেসেজ জমা হয় WhatsApp -এ। এর ফলে WhatsApp -এর স্টোরেজ ভরতে থাকে। এর ফলে অ্যাপটি স্লো হয়ে যায়। তখন আমার আপনার মতো সাধারণ WhatsApp ব্যবহারকারীকে বেশ চিন্তায় পড়তে হয় বইকি! কারণ কত মেসেজ ডিলিট করবেন?
কোথায় কোথায় কী মেসেজ আছে সেটাও মনে করা চাপের বিষয়। তাই একেবারে এই সব অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করতে চাইলে WhatsApp -এরই শরণাপন্ন হন। কারণ এই অ্যাপটিতে একটি চমৎকার স্টোরেজ টুল আছে। এই টুলের সাহায্যের যে মেসেজ অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করে সেগুলোকে সনাক্ত করা যায়। এবং সেগুলো ডিলিট করা যায়।
ভাবছেন কী করে WhatsApp এর স্টোরেজ খালি করবেন? দেখুন পদ্ধতি
WhatsApp -এর স্টোরেজ নানা মিডিয়া ফাইল, ডকুমেন্ট, ইত্যাদিতে ভরে যায়। সেগুলো ডিলিট করার একাধিক উপায় আছে। আপনি চাইলে সেগুলো এক একটা চ্যাট ধরে ডিলিট করতে পারেন। আর যদি চান তাহলে একেবারে ধরেও অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করতে পারেন। আর এতে সাহায্য করে WhatsApp Storage Tool। এটার সাহায্যে যে কোনও ধরনের অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল ডিলিট করে দেওয়া যায়। এবার দেখুন সেই মেসেজ ডিলিট করার উপায়।
সবার আগে WhatsApp খুলুন। এবার আপনার WhatsApp এ যে মোর অপশন আছে সেখানে যান।
সেখান থেকে সেটিংসে যান।
এবার স্টোরেজ এবং ডেটা অপশন আছে যেটা সেখানে ক্লিক করুন। এবার ম্যানেজ স্টোরেজ যে অপশন আছে সেখানে যান।
এবার আপনি এখানে দেখতে পাবেন সেই মেসেজ যা অনেকবার ফরওয়ার্ড করা হয়েছে। একই সঙ্গে দেখতে পাবেন যে ফাইলগুলোর সাইজ 5MB -এর বেশি।
এবার আপনি সেই বড় ফাইলগুলোতে ক্লিক করুন। এবার সেগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিন।
এবার যে মেসেজগুলো ডিলিট করা হয়েছে সেগুলিকে ফের সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করুন।
এবার সার্চ অপশন থেকেও সেই সব মিডিয়া ফাইল ডিলিট করে দেওয়া যাবে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile