Airtel আর Jio ইউজার্সরা Hotstar য়ে এভাবে এই IPLয়ের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন

Airtel আর Jio ইউজার্সরা Hotstar য়ে এভাবে এই IPLয়ের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন
HIGHLIGHTS

অন্য টেলিকম ইউজার্সরা এই সিরিজ Hotstar অ্যাপে সাবস্রকাইবার চার্জের সঙ্গে দেখতে

আরও একবার সারা দেশে IPL জ্বর শুরু হয়ে গেছে। আপনাদের মনে করিয়ে দি যে গত শনিবার থেকে ভারতে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ বা IPL 2018 শুরু হয়ে গেছে। বেশ কিছু ম্যাচ খেলাও হয়ে গেছে। কলকাতা নাইটরাইডার্স একটি ম্যাচ জিতে আর অন্যটি হেরে সাপোর্টারদের একটা অদ্ভুত পরিস্থিতিতে রেখেছে। তবে এখন অবশ্য বাকি আছে অনেক ম্যাচ। তবে এটা ঠিক যে রুদ্ধশ্বাস সব ম্যাচ চলছে এখন টি টোয়েন্টির এই জনপ্রিয় সিরিজে। আর এই সিরিজ আপনারা Hotstar অ্যাপেও দেখতে পারবেন, অবশ্য তার জন্য সাবস্ক্রিপশান চার্জ দিতে হবে। তে এয়ারটেল আর রিলায়েন্স জিওর ইউজার্সরা কোন রকমের এক্সট্রা পেমেন্ট ছাড়াই IPL 2018 দেখতে পারবেন।

Hotstar য়ের ইউজার্সরা IPL 2018’র ম্যাচের প্রথম 10 মিনিট কোন রকমের চার্জ ছাড়া দেখতে পারবেন আর এর পরের ম্যাচ দেখার জন্য ইউজার্সকে পেমেন্ট করতে হবে। ইউজার্সদের Hotstar অল স্টোর্স প্যাক বা Hotstar প্রিমিয়াম সাবস্রকিপশান করতে হবে। Hotstar অল স্পোর্টস প্যাকটি 299 টাকায় সাবস্ক্রিপশান করা যাবে। আর এর মধ্যে IPL 2018 সিরিজ, এশিয়া কাপ 2018, প্রিমিয়াম লিগ, ফর্মুলা ওয়ান এই সব আছে। আর Hotstar প্রিমিয়ামের জন্য প্রতিমাসে 199 টাকা বা বছরে  999 টাকার সাবস্ক্রিপশান করতে হবে।

আজকে এই জিনিস গুলি ডিস্কাউন্ট আর ক্যাশব্যাকের দু’রকম সুযোগেই পেটিএম মল থেকে কিনতে পাওয়া যাচ্ছে

Airtel ইউজার্সরা এভাবে কোন রকমের চার্জ ছাড়া IPL 2018 দেখতে পারবেন

Airtel ইউজার্সদের Airtel TV অ্যাপের মাধ্যমে লাইভ IPL 2018 দেখতে পারবেন। এয়ারটেল পোস্টপেড আর প্রিপেড ইউজার্সরা Airtel TV অ্যাপের ফ্রি অ্যাক্সেস পাবেন যার মধ্যে Hotstar, Hooq, Sony LIV ইত্যাদি পরিষেবা আছে। ইউজার্সরা Airtel TVতে IPL 2018 কনটেন্ট ট্যাপ করলে সোজাসুজি Hotstar য়ে পৌঁছে যাবেন আর সেখানে IPL 2018 দেখতে পারবেন। Airtel ইউজার্সদের Hotstarয়ে কোন স্পোর্টস প্যাক বা Hotstar প্রি৯মিয়াম সাবস্ক্রাইব করতে হবে না।

Reliance Jio ইউজার্সরা কোন রকমের চার্জ ছাড়াই এভাবে IPL 2018 দেখতে পাবেন

রিলায়েন্স জিও তাদের সমস্ত প্রাইম মেম্বারদের এক বছরের জন্য ফ্রি Jio TV অ্যাপ অফার করেছে। জিও ইউজার্সরাও Jio TV অ্যাপে IPL 2018  কন্টেন্ট ট্যাপ করলে সোজা  Hotstar থেকে তা দেখতে পারবেন। আর এর জন্য জিও ইউজার্সদেরও আলাদা কোন সাবস্ক্রিপশান দিতে হবেনা।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

তবে এটা ভাববেননা যে আপনারা IPL 2018 বিনামূল্যে দেখতে পারবেন। আসলে এর জন্য এয়ারটেল আর জিও আসলে একটি অতিরিক্ত অফারের মতন এই সুযোগটি দিচ্ছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo