Wynk এর CEO কার্তিক শেঠ জানিয়েছেন যে, তাদের অ্যাপে একজন সাধারন ইউজার দিনে 75 মিনিট মিউজিক শোনেন আর এই নম্বর এখনও বেড়ে চলেছে
Airtel Wynk মিউজিক স্ট্রিমিং সার্ভিস অ্যাপের সঙ্গে এখনও অব্দি 50 মিলিয়ান ইউজার যুক্ত হয়েছেন. আসলে Airtel Wynk মিউজিক দাবি করেছে যে, তাদের অ্যাপকে এখনও অব্দি 50 মিলিয়ন বার ইনস্টল করা হয়েছে. নামেই বোঝা যায় যে, Wynk মিউজিক স্ট্রিমিং সার্ভিস অ্যাপ টেলিকম কোম্পানি এয়ারটেলের অংশ.
যদি Airtel এর এই দাবিকে সঠিক মানা হয় তবে Airtel Wynk মিউজিক স্ট্রিমিং সার্ভিস এখন দেশে ব্যবহৃত সব থেকে অ্যাপ পরিষেবা হয়ে গেছে. Wynk এর CEO কার্তিক শেঠ বলছেন যে, তাদের অ্যাপে একজন সাধারন ইউজার দিনে 75 মিনিট মিউজিক শোনেন আর টা এখন সংখ্যায় আরো বাড়ছে.
আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় বাজারে Jio আসার পরেথেকে প্রচুর হৈচৈ পরে গেছে. Airtel এরেও Jio র বাজারে অনেক মুস্কিলের সামনে পড়তে হয়েছে. তবে এখনও Airtel ইউজার্সদের দিক থেকে Jio র থেকে বড় কোম্পানি. এই মুস্কিল সময়ে Airtel ও নিশ্চই এই খবরে একটু ভাল অনুভব করেছে.