UPI হ্যান্ডেল তৈরি করতে চান? দেখুন Airtel Payment Bank-এ কী করে অ্যাকাউন্ট বানাবেন

Updated on 27-Jan-2023
HIGHLIGHTS

Airtel -এর যে Payment Bank পরিষেবা আছে সেটা এখন Airtel Thanks অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে

Airtel Thanks মাধ্যমে আপনি এখন টাকা পাঠাতে বা নিতে পারবেন

তবে তার জন্য আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরকে লিংক করতে হবে

Airtel- এর তরফে Airtel Payments Bank পরিষেবা নিয়ে আসা হয়েছে বহুদিন হল। এটা হচ্ছে ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক যার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের পরিষেবা পেয়ে থাকেন। এটা হচ্ছে Bharti Airtel -এর অন্যতম সাবসিডারি। বর্তমানে Airtel হল দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা। Airtel Payments Bank 2016 সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয় দেশে। এটা প্রথমে রাজস্থানে চালু করা হয়। এবং তারপর এটা দেশে প্রথম পেমেন্ট ব্যাংক হিসেবে কাজ করা শুরু করে। 

Airtel Payments Bank

এই পেমেন্ট ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের সার্ভিস পেয়ে থাকেন। তার মধ্যে আছে সেভিংস অ্যাকাউন্ট খোলা, টাকা ডিপোজিট করা, ক্যাশ তোলা, সহ অন্যান্য ব্যাংকিং সুবিধে। গ্রাহকরা Airtel Payments Bank -এর যে পরিষেবা গুলো আছে সেগুলো এর যে বিভিন্ন ব্যাংকিং পয়েন্ট আছে সেখান থেকে অ্যাকসেস করা যাবে। কিংবা Airtel Thanks অ্যাপের মাধ্যমে আপনি এই পরিষেবা পেতে পারেন। 

এই পেমেন্ট ব্যাংকিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল এটা Airtel নেটওয়ার্কের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যাতে গ্রাহকরা তাঁদের ফোন নম্বরটাকেই অ্যাকাউন্ট নম্বর হিসেবে ব্যবহার করতে পারেন। এর ফলে গ্রাহকদের সুবিধা হবে তাঁদের অ্যাকাউন্ট ব্যবহার করতে। এবং একই সঙ্গে তাঁরা দ্রুত মোবাইল ফোন বা Airtel Thanks অ্যাপের সাহায্যে লেনদেন করতে পারবেন। গ্রাহকরা চাইলে Airtel Payments Bank সার্ভিসের সমস্ত পরিষেবা Airtel Thanks অ্যাপ বা ওয়েব বেসড প্ল্যাটফর্মের মাধ্যমে পেতে পারেন। আপনি এই Airtel Thanks অ্যাপের সাহায্যে টাকা পাঠাতে পারেন বা নিতে পারেন। কিন্তু এটার জন্য আপনাকে আপনার ফোন নম্বরটিকে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে হবে। 

Airtel Thanks App ব্যবহার করে পেমেন্ট করুন

অনলাইনে টাকা লেনদেন করতে চাইলে Airtel Thanks অ্যাপ একটি অন্যতম সুবিধাজনক অপশন। তবে তার জন্য আপনাকে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে ব্যাংকের সঙ্গে। এটার সঙ্গেই আপনার UPI অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে Airtel হ্যান্ডেলে। আর আপনি এই অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করার জন্য রেডি হয়ে যাবেন।

Airtel Thanks App এর সাহায্যে UPI হ্যান্ডেল তৈরি করতে চান? দেখুন উপায়

Airtel Payment Bank -এর অ্যাকাউন্ট এখন Airtel Thanks App ব্যবহার করেই বানাতে পারবেন। এটার জন্য আপনাকে কী কী করতে হবে দেখুন। 

সবার আগে আপনাকে একটি সিকিওর ব্যাংকিং পিন বা Airtel UPI Pin বানাতে হবে। আপনি এই পিন ব্যবহার করে অনলাইন লেনদেন করতে পারবেন। 

এবার Airtel Thanks App এ যান। 

এবার পে অপশনে যান। 

এবার আপনার সামনে লিংক ব্যাংক অ্যাকাউন্ট অপশন চলে আসবে। 

এবার সেই লিংক ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। 

SMS ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট করুন এসএমএস ভেরিফিকেশন অপশনে ক্লিক করে। 

দেখে নেবেন আপনি যেন ব্যাংকের সঙ্গে লিংক করা মোবাইল নম্বর বেছেছেন কিনা। এবং সেখানে যেন যথেষ্ট পরিমাণ এসএমএস ব্যালেন্স থাকে। Airtel Payments Bank এর তরফে আপনার নম্বর ভেরিফাই করা হবে। 

এক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি প্রথমবার অ্যাকাউন্ট বানান তাহলে আপনার ডেবিট কার্ডের শেষ ছয়টা সংখ্যা দিতে হবে। একই সঙ্গে expiry date ও। 

এবার OTP দিন এবং UPI PIN তৈরি করুন। আগে এটা করে থাকলে আর প্রয়োজন হবে না। 

Airtel Thanks App -এর সাহায্যে UPI হ্যান্ডেল তৈরি হয়ে যাবে আপনার মোবাইল নম্বরের পর @airtel এক্সটেনশন দিয়ে। 

কী করে টাকা লেনদেন করবেন?

একবার Airtel Thanks App -এ রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। যে কোনও ফোন নম্বরে টাকা পাঠাতে পারবেন। যে কোনও UPI আইডি তে টাকা পাঠাতে পারবেন। এমনকি কোনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। বা ব্যাংকের ব্যালেন্স দেখতে পারবেন। তবে মনে রাখবেন উপরে যে ধাপ গুলো বলা হল সেগুলো কিছু এদিক ওদিক হতে পারে আপনি কোন ডিভাইস বা অ্যাপের কোন ভার্সন ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :