এখন চারদিকে TikTok নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সেখানে এবার এই অ্যাপটি ব্যানের পড়ে PUBG Mobile নিয়ে একটি বড় খবর সামনে এসেছে। PUBG Mobile ব্যান, PUBG Mobile মানুষের মধ্যে প্রভাব ফেলছে। এই গেমে বেশ কিছু জায়গায় ব্যান করা হয়েছে। আর সম্প্রতি পাওয়া খবর অনুসারে রাজকোটে পুলিস PUBG MOBILE প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে। আপনাদের বলে রাখি যে এই প্রথম না যখন PUBG Mobile গেমটি ব্যান করার দাবি করা হয়েছে।
PUBG Mobile গুজরাতের বেশ কিছু জায়গায় ব্যান করা হয়েছে। ব্যান করার পড়েও বেশ কিছু প্লেয়ার এই গেমটি খেলেন আর তার পড়ে তাদের ওপর আইনি মামলা করে তাদের গ্রেপ্তার করা হয়। আপনাদের বলে রাখি যে মিডিয়া রিপোর্ট অনুসারে রাজকোট পুলিস গুগল প্লে স্টোর থেকে PUBG Mobile সরিয়ে দেওয়ার জন্য অ্যাপিল করেছে। পুলিসের বক্তব্য এই যে PUBG Mobile ব্যান করার বিষয়টি শুধু রাজকোটেই করা হোক। আর এর মধ্যে টেক জায়েন্ট গুগল এই নিয়ে একটি অফিসিয়াল কমেন্ট করেছে যা জানা গেছে।
কিছু দিন আগে রাজকোটে পুলিস একটি নির্দেশ দেয় যা অনুসারে PUBG গেম যারা খেলবে তাদের ওপর আইনি কেস করা হবে। আর এই ক্ষেত্রে এমন হয় যে গেম খেললে পুলিস তাদের অ্যারেস্ট করে। পুলিস প্রায় 12জন PUBG প্লেয়ারকে গেম খেলার সময়ে ধরে। বিশেষজ্ঞ আর অভিবাবকদের কথা অনুসারে PUBG মোবাইল বাচ্চাদের ওপর প্রভাব ফেলছে তাদের ভাষাও খারাপ করছে।
ভারতে ব্যান TIKTOK
আপনাদের বলে রাখি যে শর্ট ভিডিও TikTok সম্প্রতি ভারতে ব্যান করা হয়েছে। কোর্ট গুগল আর অ্যাপেলকে তাদের অ্যাপ স্টোর থেকে TikTok সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আর পড়ে দুটি কোম্পানি কোর্টের নির্দেশ মেনে এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে আর অ্যাপেল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে। আর এবার এই অ্যাপটি এই দুটি প্লে স্টোরেই আর পাওয়া যাচ্ছে না।এখন চারদিকে TikTok নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সেখানে এবার এই অ্যাপটি ব্যানের পড়ে PUBG Mobile নিয়ে একটি বড় খবর সামনে এসেছে। PUBG Mobile ব্যান, PUBG Mobile মানুষের মধ্যে প্রভাব ফেলছে। এই গেমে বেশ কিছু জায়গায় ব্যান করা হয়েছে। আর সম্প্রতি পাওয়া খবর অনুসারে রাজকোটে পুলিস PUBG MOBILE প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে। আপনাদের বলে রাখি যে এই প্রথম না যখন PUBG Mobile গেমটি ব্যান করার দাবি করা হয়েছে।
PUBG Mobile গুজরাতের বেশ কিছু জায়গায় ব্যান করা হয়েছে। ব্যান করার পড়েও বেশ কিছু প্লেয়ার এই গেমটি খেলেন আর তার পড়ে তাদের ওপর আইনি মামলা করে তাদের গ্রেপ্তার করা হয়। আপনাদের বলে রাখি যে মিডিয়া রিপোর্ট অনুসারে রাজকোট পুলিস গুগল প্লে স্টোর থেকে PUBG Mobile সরিয়ে দেওয়ার জন্য অ্যাপিল করেছে। পুলিসের বক্তব্য এই যে PUBG Mobile ব্যান করার বিষয়টি শুধু রাজকোটেই করা হোক। আর এর মধ্যে টেক জায়েন্ট গুগল এই নিয়ে একটি অফিসিয়াল কমেন্ট করেছে যা জানা গেছে।
কিছু দিন আগে রাজকোটে পুলিস একটি নির্দেশ দেয় যা অনুসারে PUBG গেম যারা খেলবে তাদের ওপর আইনি কেস করা হবে। আর এই ক্ষেত্রে এমন হয় যে গেম খেললে পুলিস তাদের অ্যারেস্ট করে। পুলিস প্রায় 12জন PUBG প্লেয়ারকে গেম খেলার সময়ে ধরে। বিশেষজ্ঞ আর অভিবাবকদের কথা অনুসারে PUBG মোবাইল বাচ্চাদের ওপর প্রভাব ফেলছে তাদের ভাষাও খারাপ করছে।
আপনাদের বলে রাখি যে শর্ট ভিডিও TikTok সম্প্রতি ভারতে ব্যান করা হয়েছে। কোর্ট গুগল আর অ্যাপেলকে তাদের অ্যাপ স্টোর থেকে TikTok সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আর পড়ে দুটি কোম্পানি কোর্টের নির্দেশ মেনে এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে আর অ্যাপেল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে। আর এবার এই অ্যাপটি এই দুটি প্লে স্টোরেই আর পাওয়া যাচ্ছে না।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।