SAMSUNG , MI আর GOOGLE PAY র পরে এবার এল WHTSAPP Pay, এর বিষয়ে সব কিছু জানুন

Updated on 29-Apr-2019
HIGHLIGHTS

WhtsApp Pay র বিটা ভার্সানে 2018 সালের পরীক্ষা সফল

কোম্পানির CEO Mark Zukerberg জানিয়েছেন

খুব তাড়াতাড়ি আসবে WhtsApp Pay

ডিজিটাল পেমেন্টে স্যামসাং, শাওমি আর গুগল এর আগেই নিজেদের ইউজারদের জন্য ই পেমেন্ট অ্যাপ নিয়ে এসেছে আর এবার ইন্সট্যান্ট মেসেঞ্জিং অ্যাপ WhtsApp ও এই পরিষেবা নিয়ে আসছে। খুব তাড়াতাড়ি WhatsApp Pay  লঞ্চ হতে পারে। কোম্পানির CEO Mark Zukerberg বলেছেন যে কোম্পানি গ্লোবাল মার্কেটের জন্য এই ফিচার হোয়াটসঅ্যাপে নিয়ে আসার চেষ্টা করছে।

জুকেরবার্গ বলেছেন যে এই সময়ে WhtsApp Pay তে এর টেস্টিং চলছে। আর এর সঙ্গে এটি একই সঙ্গে একাধিক দেশে লঞ্চ করা হতে পারে। আর এর সঙ্গে এটি কবের মধ্যে লঞ্চ করা হবে সেই বিষয়ে কোম্পানি এখনও অফিসিয়ালি কিছু জানায়নি। CEO অনুসারে WhatsApp Pay ভারতে স্থানিইয় ভাবে ডাটা স্টোর করার দাবি করার বভদলে এখনও লঞ্চ করা হয়নি। আর বলা হয়েছে যে গত বছর মানে 2018 সালে প্রায় 10 লাখি ইউজারের সঙ্গে WhtsApp Pay বিটার সফল পরীক্ষা হয়েছে।

Zukerberg বলেছেন যে WhtsApp Pay র পরে এবার হোয়াটসঅ্যাপ খুব সহজ হবে আর সহজে ইউজাররা এর সঙ্গে টাকা লেনদেন করতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :