ডিসেম্বরের পর কোন ফোনগুলোয় বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ? দেখে নিন…

Updated on 07-Dec-2016
HIGHLIGHTS

বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ জানা গিয়েছে, ডিসেম্বরের পর থেকেই বেশ কয়েকটি স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ৷ পুরনো বেশ কয়েকটি মোবাইল হ্যান্ডসেটে আর চলবে না হোয়াটসঅ্যাপ৷

জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন জীবনের অন্যতম প্রয়োজনীয়তা। হোয়াটসঅ্যাপ ছাড়া ভাবাই যায় না। তবে জানেন কী আর কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকটি মোবাইলে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ৷

এবার থেকে এই অ্যাপটি আরও হাইটেক, সুরক্ষিত ও ফিচারলেস হতে চলেছে৷ সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার্স যোগ করা হয়েছে যা এই অ্যাপটিকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে৷  ফ্রন্ট ক্যামেরা স্ক্রিন ফ্ল্যাশ, ফোটো এডিটিং টুল, ভিডিও কলিংয়ের মতো নতুন ফির্চাসগুলি ব্যবহারকারীদের জন্য বেশ উপকারী বলে মনে করা হচ্ছে৷ অনেক কাজই এর মাধ্যমে সহজ হতে চলেছে৷

আরও দেখুন : ‘ওয়েলকাম অফার’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার অফার’-র মধ্যে কি আলাদা পাচ্ছেন, জেনে নিন এখানে?

কিন্তু সমস্যা একটাই৷ এখন থেকে আর সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না৷ সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা বেশ কয়েকটি হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে চলেছে৷ iPhone 3GS, Windows 7,   Android 2.1 or Android 2.2, যে মোবাইলগুলিতে রয়েছে সেগুলিতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না৷

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে লাগাতার অ্যাপটিকে আপডেট করা হচ্ছে৷ পাশাপাশি বেশ কয়েকটি উন্নত ও নতুন ফিচার্স যোগ করা হচ্ছে৷ এই জন্য বেশ কয়েকটি স্মার্টফোন যাতে এই আপডেটেড ভার্সান কাজ করবে না তাতে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই হ্যান্ডসেটগুলিতে ৩১ ডিসেম্বরের পর থেকে পরিষেবা মিলবে না৷ তাই সংস্থার করফে গ্রাহকদের জানানো হয়েছে, তাদের কাছে যদি পুরনো ফোন থাকে তাহলে ২০১৬ শেষ হওয়ার আগেই যেন তারা তাদের হ্যান্ডসেটগুলি বদলে ফেলে৷

আরও দেখুন : BSNL-এর দুর্দান্ত আনলিমিটেড ফ্রি কল প্ল্যান, নিয়ে আসছে 149 টাকা তে আনলিমিটেড মোবাইল কল প্লান

আরও দেখুন : লেনোভো ফ্যাব 2 ভারতে হল চালু, 6.4 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সজ্জিত করা

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :