ডিসেম্বরের পর কোন ফোনগুলোয় বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ? দেখে নিন…
বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ জানা গিয়েছে, ডিসেম্বরের পর থেকেই বেশ কয়েকটি স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ৷ পুরনো বেশ কয়েকটি মোবাইল হ্যান্ডসেটে আর চলবে না হোয়াটসঅ্যাপ৷
জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন জীবনের অন্যতম প্রয়োজনীয়তা। হোয়াটসঅ্যাপ ছাড়া ভাবাই যায় না। তবে জানেন কী আর কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকটি মোবাইলে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ৷
এবার থেকে এই অ্যাপটি আরও হাইটেক, সুরক্ষিত ও ফিচারলেস হতে চলেছে৷ সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার্স যোগ করা হয়েছে যা এই অ্যাপটিকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে৷ ফ্রন্ট ক্যামেরা স্ক্রিন ফ্ল্যাশ, ফোটো এডিটিং টুল, ভিডিও কলিংয়ের মতো নতুন ফির্চাসগুলি ব্যবহারকারীদের জন্য বেশ উপকারী বলে মনে করা হচ্ছে৷ অনেক কাজই এর মাধ্যমে সহজ হতে চলেছে৷
আরও দেখুন : ‘ওয়েলকাম অফার’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার অফার’-র মধ্যে কি আলাদা পাচ্ছেন, জেনে নিন এখানে?
কিন্তু সমস্যা একটাই৷ এখন থেকে আর সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না৷ সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা বেশ কয়েকটি হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে চলেছে৷ iPhone 3GS, Windows 7, Android 2.1 or Android 2.2, যে মোবাইলগুলিতে রয়েছে সেগুলিতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না৷
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে লাগাতার অ্যাপটিকে আপডেট করা হচ্ছে৷ পাশাপাশি বেশ কয়েকটি উন্নত ও নতুন ফিচার্স যোগ করা হচ্ছে৷ এই জন্য বেশ কয়েকটি স্মার্টফোন যাতে এই আপডেটেড ভার্সান কাজ করবে না তাতে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই হ্যান্ডসেটগুলিতে ৩১ ডিসেম্বরের পর থেকে পরিষেবা মিলবে না৷ তাই সংস্থার করফে গ্রাহকদের জানানো হয়েছে, তাদের কাছে যদি পুরনো ফোন থাকে তাহলে ২০১৬ শেষ হওয়ার আগেই যেন তারা তাদের হ্যান্ডসেটগুলি বদলে ফেলে৷
আরও দেখুন : BSNL-এর দুর্দান্ত আনলিমিটেড ফ্রি কল প্ল্যান, নিয়ে আসছে 149 টাকা তে আনলিমিটেড মোবাইল কল প্লান
আরও দেখুন : লেনোভো ফ্যাব 2 ভারতে হল চালু, 6.4 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সজ্জিত করা
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile