Google ব্যান করল 38 জনপ্রিয় অ্যাপ, আপনার ফোনে থাকলে এখনই ডিলিট করুন!

Google ব্যান করল 38 জনপ্রিয় অ্যাপ, আপনার ফোনে থাকলে এখনই ডিলিট করুন!
HIGHLIGHTS

Google -এর তরফে নিষিদ্ধ ঘোষণা করল 38 অ্যাপ

এই অ্যাপগুলোয় অ্যাডওয়্যারের সন্ধান মিলেছে

ফোনে এই অ্যাপ থাকলে এখনই ডিলিট করুন

স্মার্টফোন আসার পর একাধিক কাজ এখন দারুন সহজেই হয়ে যায়। ফোনে একাধিক অ্যাপ থাকার ফলে আমাদের বিভিন্ন কাজ এখন ফোন দিয়েই করা যায়। যদিও এখন যত আমরা স্মার্টফোন এবং ইন্টারনেট নির্ভর হচ্ছি তত দিন দিন অ্যাডওয়্যার, ম্যালওয়্যারের দাপট বাড়ছে।

এই অ্যাডওয়্যার, ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ফোনে ইন্সটল করলেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। Google Play প্রোটেক্ট সিস্টেম সর্বদা নজর চালানো সত্বেও বেশ কিছু অ্যাপে মাঝে মধ্যে এই ক্ষতিকর অ্যাডওয়্যার বা ম্যালওয়্যারের সন্ধান মেলে। সম্প্রতি McAfee -এর তরফে একটি রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে সেখানে একাধিক অ্যাপের নাম কর হয়েছে যেখানে অ্যাডওয়্যার আছে। Google Play Store -এ এই ক্ষতিকর অ্যাপগুলোর সন্ধান পাওয়া গিয়েছে। 

Google -এর কোন অ্যাপে অ্যাডওয়্যারের সন্ধান মিলল? 

McAfee -এর তরফে সম্প্রতি Google Play Store -এর 38 এমন অ্যাপের সন্ধান দেওয়া হয়েছে তাদের রিপোর্টে যেখানে অ্যাডওয়্যার আছে বলে জানানো হয়েছে। অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স -এর অঙ্গ হিসেবে Google Play -এর নিরাপত্তা বজায় রাখতেই তারা এই অ্যাপগুলোর নাম প্রকাশ্যে এনেছে। এই অ্যাপগুলো Minecraft ক্লোন হিসেব Google Play Store -এ আছে।

Play store ban 38 apps

এর মধ্যে আছে ব্লক বক্স ডায়মন্ড, ইত্যাদি। এই অ্যাপটি 10 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। গোটা বিশ্ব জুড়ে এই অ্যাপ ডাউনলোড করা হয়েছে, মূলত আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিলে। 

যদিও Minecraft -এর আসল গেমটি এখনও অ্যান্ড্রয়েড ডিভাইসে উপলব্ধ আছে। এটি একটি পেইড গেম। কিন্তু এই ক্লোন অ্যাপগুলো সব ফ্রি অ্যাপ।

গুলো মূলত শিশুদের লক্ষ্য বানিয়েছে, আর তারা এসব অ্যাডওয়্যার ইত্যাদি বুঝবে না, আর এই গেম তারাই খেলে। ফলে এই গেম একবার ডাউনলোড করলে বিপদ যে অবশ্যম্ভাবী সেটা স্পষ্ট। 

কোন কোন অ্যাপ ব্যান করা হল: 

Block Box Master Diamond
Craft Sword Mini Fun
Block Box Skyland Sword
Craft Monster Crazy Sword
Block Pro Forrest Diamond
Block Game Skyland Forrest
Block Rainbow Sword Dragon
Craft Rainbow Mini Builder
Block Forrest Tree Crazy
Craft Clever Monster Castle
Block Monster Diamond Dragon
Craft World Fun Robo
Block Pixelart Tree Pro
Craft Mini Lucky Fun
Block Earth Skyland World
Block Rainbow Monster Castle
Block Fun Rainbow Builder
Craft Dragon Diamond Robo
Block World Tree Monster
Block Diamond Boy Pro
Block Lucky Master Earth
Craft Forrest Mini Fun
Craft Sword City Pro

38 minecraft like app banned

Block Loki Monster Builder
Block Boy Earth Mini
Block Crazy Builder City
Craft Sword Vip Pixelart
Block City Fun Diamond
Craft City Loki Rainbow
Craft Boy Clever Sun
Block City Dragon Sun
Craft Loki Forrest Monster
Lokicraft: Forrest Survival 3D
Craft Castle Sun Rain
Craft Game Earth World
Craft Lucky Castle Builder
Craftsman: Building City 2022
Craft Rainbow Pro Rain

McAfee -এর তরফে জানানো হয়েছে যে তারা Google -কে বিষয়টা জানিয়েছে। এবং Google Play Store থেকে এই অ্যাপগুলো সরানো হয়েছে বলেও জানানো হয়েছে। নতুন করে এগুলো ডাউনলোড করা না গেলেও যেখানে ডাউনলোড হয়ে আছে এই অ্যাপ সেই ব্যবহারকারীদের ক্ষতি করতে পারে এটি। তাই আপনার ফোনে যদি এই অ্যাপ থেকে থাকে একটিও দ্রুত ডিলিট করুন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo