5 সহজ উপায় পরিষ্কার রাখুন আপনার Smart TV, বাড়বে TV-র আয়ু

5 সহজ উপায় পরিষ্কার রাখুন আপনার Smart TV, বাড়বে TV-র আয়ু
HIGHLIGHTS

মাক্রোফাইবার কাপড় ব্যবহার করলে কোনো স্ক্র্যা চ পরার সম্ভাবনা থাকেনা।

এখনকার সমস্ত টিভিই প্রায় LED বা LCD স্ক্রিন যুক্ত হয়।

টিভির স্ক্রিনে সরাসরি কোনো রকম লিকুইড স্প্রে করা চলবে না।

মানুষ যেমন সময়ের সাথে সাথে নিজেকে বদলায়। সেই সাথে বদলায় মানুষের মনরঞ্জনের জন্যে বানানো বোকা বাক্স অর্থাৎ টেলিভিশন। আগে শুধু টিভি চ্যানেলে হওয়া সিনেমা, সিরিয়াল, খবর, খেলা দেখেই মানুষ সন্তুষ্ট থাকতো। কিন্তু এখন এর পাশাপাশি বিভিন্ন OTT প্ল্যাটফর্মের কন্টেন্ট, YouTube ভিডিও, ভিডিও কলিং, অনলাইন গেম সবকিছুর জন্যেই ব্যবহার করা হয় টেলিভিশন। তাই বর্তমানে TV এর নতুন পরিচয় হয়েছে Smart TV। 
যেহেতু মানুষ টিভির ব্যবহার দিন-রাত যখন-তখন করে, তাই এর যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। কিন্তু কিভাবে রাখবেন আপনার স্মার্ট টিভির যত্ন? এর সঠিক উত্তর অনেকেই জানেননা। ফলে ভুল প্রসেসে টিভি পরিষ্কার করতে গিয়ে ক্ষতি করে বসেন অনেকেই। টেলিভিশন ঠিকঠাক রাখার 5টি সহজ উপায় রয়েছে, যা জানা থাকলে আপনার টিভি চলবে বহু বছর! দেখে নিন কী করবেন-

TV পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার কাপড়ের ব্যবহার

অনেকেই না বুঝে সাধারণ যেকোনো কাপড় দিয়ে টিভির স্ক্রিন পরিষ্কার করে থাকেন। এতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি, কারণ সাধারণ কাপড়ে অজস্র ধুলো-বালি লেগে থাকে ফলে সেটি দিয়ে মুছলে স্ক্রিনে স্ক্র্যাচ পরে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, মাক্রোফাইবার কাপড় ব্যবহার করলে কোনো স্ক্র্যাচ পরার সম্ভাবনা থাকেনা, বরং স্ক্রিনে কোনো দাগ থাকলে তা পুরোপুরি মুছে দিতে পারে এই ধরনের কাপড়।

TV স্ক্রিনে সাবস্টেন্স স্প্রের ব্যবহার না করা

এখনকার সমস্ত টিভিই প্রায় LED বা LCD স্ক্রিন যুক্ত হয়। তাই, টিভির স্ক্রিনে সরাসরি কোনো রকম লিকুইড স্প্রে করা চলবে না। বরং প্রথমে মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে নিয়ে সেটি দিয়ে মোছা উচিত।

TV বন্ধ করে স্প্রে করুন

অনেকেই টিভি চালিয়েই পরিষ্কার করতে যান। এতে টিভিটি শর্ট সার্কিট হয়ে খারাপ হয়ে যেতে পারে। তাই এটি বন্ধ করে পরিষ্কার করা অনেক বেশি সেফ।

TV স্ক্রিন ওয়ান-ওয়ে প্রসেসে পরিষ্কার করুন

টেলিভিশন পরিষ্কার করার সময় মনে রাখবেন যেমন খুশি পরিষ্কার করার থেকে একমূখী ভাবে পরিষ্কার করলে অনেক বেশি কাজে দেয়। অর্থায় একবার ভার্টিকাল ভাবে পুরোটা পরিষ্কার করার পর হরিজনট্যাল ভাবে আবার পরিষ্কার করুন।

TV পরিষ্কারে কাপড়ের দুইদিকই ব্যবহার করুন

মাইক্রোফাইবার কাপড়টির একদিক দিয়েই পুরো পরিষ্কার না করে প্রথমে এক দিক দিয়ে মুছে নিয়ে কাপড়ের অপরদিক দিয়ে আবার মুছুন। এতে টিভি পরিষ্কারও হবে অনেক বেশি এবং স্ক্র্যাচ পরার সম্ভাবনাও একদম থাকবেনা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo