এভাবে নিজের এয়ারটেল ইন্টারনেটের স্পিড বাড়ান

এভাবে নিজের এয়ারটেল ইন্টারনেটের স্পিড বাড়ান
HIGHLIGHTS

আপনারা যদি ফোনে এয়ারটেলের নেটওয়ার্ক ব্যাবহার করেন আর এর স্লো স্পিডের জন্য বিরক্ত হন তবে এই আর্টিকেলে আমরা এমন কিছু টিপস আর ট্রিক্স বলব যে আপনারা এর মাধ্যমে এয়ারটেলের নেটের স্পিড বাড়াতে পারবেন

এভাবে এয়ারটেলের নেটের স্পিড বাড়ান

  • আপনারা এই মেথডের মাধ্যমে সমস্ত ডিভাইসেই স্পিড বাড়াতে পারবেন
  • আপনারা 2G ডাটা ব্যাবহার করলেও সবসময়ে 3G/4G অপশান বাছুন।
  • এয়ারটেল ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আপডেটে ক্রোম বা ফায়ারবক্স ব্রাউজার ব্যাবহার করুন।
  • ক্যাশ ক্লিয়ার করুন আর জাঙ্ক অ্যাপ আনইন্সটল করুন।
  • এয়ারটেলের মোবাইল ডাটা ব্যাবহার করার সময়ে নিজের ডিভাইস সিঙ্ক করবেন না।
  • এই স্টেপ গুলি ফলো করার পরে ডিভাইস রিস্টার্ট করুন।

ওপরে ব্লা স্টেপ ফলো করার পরে আপনাদের নিজেদের এয়ারটেল নেট স্পিড 2 থেকে 3 গুন বেশি বৃদ্ধি পাবে। আর আপনারা নিজদের ডাউনলোড স্পিড বাড়াতে চাইলে নীচের স্টেপ গুলি ফলো করতে পারবেন আর এর পরে আপনারা বেশি স্পিড পাবেন।

3G নেটওয়ার্ক এই সময়ে এখনও ব্যাবহার করা হয় আর এই সময়ে নিজের 3G নেট স্পিড বাড়ানো দরকার। আর নিজের ডিভাইসে এয়ারটেলের নেটের 3G স্পিড বাড়ানোর জন্য এই স্টেপ গুলি ফলো করুন।

এভাবে এয়ারটেলের 3G নেট স্পিড ফলো করুন

  • নিজের প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে 3G সেট করুন
  • এবার ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য VPN য়ের মতন অ্যাপ ব্যাবহার করুন।
  • ব্রাউজিংয়ের সময়ে ইমেজ হার্ড করুন আর টয়েক্সট মোড এনেবেল করুন।
  • আর যদি কিছু ডাউনলোড করতে চান তবে UC ব্রাউসার ব্যাবহার করুন।
  • UC ব্রাউজার ব্যাবহার করার সময়ে VPN য়ে অন্য দেশের সেট করুন।

ওপরে বলা উপায়ে আপনার সহজে ডাউনলোড আর ব্রাউজিং স্পুড 2-3গুন বৃদ্ধি করতে পারবে আর সমস্ত 3G ডিভাইসে এয়ারটেলের নেট স্পিডের সুবিধা নিতে পারবেন।

VPN মেথডের মাধ্যমে এভাবে এয়ারটেলের 4G নেটওয়ার্ক স্পিড বাড়ান

  • প্রথমে নিজে অন্য একটি ব্রাউজার (UC মিনি ইত্যাদি) দরকার।
  • আর কিছু ইউন্ডোজ বা অ্যাপের মাধ্যমে ডাউনলোড করুন আর মাঝে বন্ধ করে দিন।
  • আর এবার সার্ভার কানেক্টা করার জন্য VPN মাস্টার বা স্রোপ VPN ওপেন করুন।  
  • এবার ডাউনলোড স্পিড চেক করে দেখুন তা 10-20Mbps হবে।
  • VPN ট্রিক সমস্ত ডিভাইসে কাজ করে আর সব ব্রাউজিং আর ডাউনলোড দুটির স্পিডই বাড়িয়ে দেয়।
Digit.in
Logo
Digit.in
Logo