একের বেশি Jio Phone পাওয়ার সব থেকে সহজ উপায়
এভাবে আপনি একের বেশি Jio Phone পেতে পারেন
সম্প্রতি জিও ভারতীয় বাজারে তাদের 4G VoLTE ফিচার ফোন নিয়ে এসেছে। কোম্পানি তাদের এই ফোনটি ফ্রিতে দিচ্ছে। তবে এর জন্য ইউজার্সদের Rs 1500’র সিকিউরিটি অ্যামাউন্ট জমা করতে হবে। যা পরে ইউজার্সদের ফিরিয়ে দেওয়া হবে। এই 4G VoLTE ফিচার ফোনটির নাম Jio Phone রাখা হয়েছে।
অনেকেই এই ফোনটি কিনতে চান, তবে এরকম কিছু লোকও আছেন যারা এই ফোনটি একের বেশি কিনতে চান। আপনিও যদি একের বেশি জিওফোন কিনতে চান তবে একটি সহজ উপায় আপনি এই ফোনটির জন্য একাধিক রেজিস্ট্রেশান করতে পারবেন।
এভাবে একের বেশি Jio Phone বুক করুন
১। সবার আগে আপনি www.jio.com সাইটটি ওপেন করুন
২। এটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি 'Keep Me posted' লাইনটি দেখতে পাবেন। আর এবার এর ওপর ক্লিক করুন।
৩। এবার আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে, এই ফর্মে আপনি দুটী অপশান দেখতে পাবেন- 'An Individual' আর 'Business'.
৪। একের বেশি Jio Phone নেওয়ার জন্য 'Business' অপশানটি সিলেক্ট করুন।
৫। এবার আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মে আপনাকে আপনার নাম, কোম্পানির নাম, পিনকোড, প্যান বা GSTN নম্বর, ইমেল, কন্ট্যাক্ট নম্বর দিতে হবে। সবার শেষে আপনাকে বলতে হবে যে আপনি কটি Jio Phone চান। এই ফর্মটি সাবমিট করার পরে আপনার রেজিস্ট্রেশান কমপ্লিট হয়ে যাবে।
৬। আপনি একসাথে 50টির বেশি Jio Phone এর রেজিস্ট্রেশান করতে পারবেন।
এসে গেল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’