এই সময়ে আমদের ছোট বড় সব কাজের জন্য আমরা ইন্টারনেটের ব্যাবহার করি আর বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যাবহার করা হয়। আর সাধারনত দেখা গছে যে 3G বা 4G নেটওয়ার্ক থাকলেও ফোনের নেটের স্পিড কমে যায়।
আর যদি আমরা প্রতিদিন এই ধরনের সমস্যার সম্মুখীন হই তবে আমারা আজকে আপনাদের কিছু উপায় বলব যাতে ফোনের স্পিড বাড়াতে পারবেন।
নিজের ফোনের ক্লিন মাস্টার আর DU স্পিড বুস্টার অ্যাপ ডাউনলোড করুন। ক্লিন মাস্টার আপনার ফোনে থাকা জাঙ্ক ফাইল ক্লিন করতে সাহায্য করবে আর আপনার ইন্টারনেটে স্পিড বাড়াবে। আর এছার DU স্পিড বুস্টার আপনার ফোনের র্যাম পরিষ্কার করতে সাহায্য করবে আর যে অ্যাপ দরকারি নয় তা চলতে দেবেনা।
আর আপনি যদি আপনার ফোনে কোন একটি মোডে সিলেক্ট করেন আর তা অটো মোডে স্টেপ করেন। আর এর জন্য আপনারা ফোনে সেটিংসে গিয়ে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে জান আর সেখানে অটো মোড সিলেক্ট করুন। আর এর পরে ফোন সুইচ অফ অন করতে হবে।
ইন্টারনেট ব্রাউজিঙ্গের জন্য ওপেরা মিনি, UC ব্রাইজার আর গুগল ক্রোমের মতন অ্যাপ ব্যাবহার করুন। যে ব্রাউজার বেশি স্পিডের ব্রাউজার। আর এদের ব্যাবহারে আপনার ফোনে ব্রাউজিং করা সহজ হবে।