ফোনের ব্রাইটনেস কী করে কন্ট্রোল করবেন?
By
Digit Bangla |
Updated on 13-Jul-2018
HIGHLIGHTS
খুব সহজেই নিজের ফোনের সেটিংসে গিয়ে ইউজার্সরা নিজেদের ফোনের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন
সব সময়ে ফোনের ব্রাইটনেস লেভেল বাড়িয়ে রেখে কোন লাভ নেই, কিন্তু সূর্যের আলোতে বা কিছু বিশেষ লাইট কন্ডিশানে আমাদের ফোনের ব্রাইটনেস বাড়াতে হয়। ব্রাইটনেস কম রাখলে আপনার ফোনের ব্যাটারিও সেভ হবে। অনেক স্মার্টফোন ইউজার্সই ব্রাইটনেস কন্ট্রোল করার উপায় জানেননা, আর এই জন্যে তাদের এই কাজ সহজ করার জন্য আমরা এই বিষয়ে আজকে এই আর্টিকেলে আলোচনা করব। খুব সহজেই নিজের ফোনের সেটিংস থেকে ফোনের ব্রাইটনেস কন্ট্রোল করা যায়। আর এই স্টেপ গুল ফলো করে তা সহজেই করা যাবে। আসুন তবে সি স্টেপ গুল এখানে ডিটেলে দেখেনি।
- ফোনের সেটিংসে জান।
- অ্যাপ স্ক্রোল ডাউন করে ডিসপ্লে অপশান বাছুন।
- এখানে ব্রাইটনেস লেভেলে ট্যাপ করুন।
- আর এবার আপনি আপনার দরকার অনুসারে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন যা আব্র অটোমেটিক ব্রাইটনেস অন করতে পারবেন।
আর এবার এই স্টেপ গুলি ফলো করে আপনি সহজেই নিজের ফোনের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন।