এভাবে আপনি আপনার স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের আপডেট পেতে পারেন

এভাবে আপনি আপনার স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের আপডেট পেতে পারেন
HIGHLIGHTS

এই স্টেপগুলি ফলো করে আপনি আপনার পুরনো অ্যান্ড্রয়েড ভার্শানকে লেটেস্ট ভার্শানে আপডেট করতে পারবেন

আমরা এখানে আপনাদের বলছি যে কীভাবে আপনি আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনকে নতুন অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট ভার্শানে আপডেট করতে পারবেন। কিছু স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেমটি পাওয়া যাচ্ছে। অনেক ইউজার্সই জানেন না যে কিভাবে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের আপডেট করা যাবে। এই স্টেপগুলি ফলো করে আপনি আপনার স্মার্টফোনের পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে লেটেস্ট ভার্শানে আপডেট করতে পারবেন। 

  • নিজের স্মার্টফোনের সেটিংস এ যান।
  • এরপরে ‘আপডেট ফোন’ অপশানটি বাছুন।
  • এবার আপনি আপনার পুরনো OS এর বিষয়ে জানতে পারবেন।
  • ওপরে দেখানো সিস্টেম আপডেট অপশানে ক্লিক করুন।
  • যদি নতুন আপডেট না থাকে তবে সফটোওয়্যার আপডেটের মেসেজ আসবে আপনার ফোনে।
  • নতুন আপডেট পাওয়া যাবে কিনা তা জানার জন্য চেকিং প্রসেস চলে।
  • নতুন আপডেট পাওয়া গেলে তা ডাইনলোড হতে শুরু করবে।
  • ডাইনলোড হওয়ার পরে ইন্সটল অপশানে ট্যাপ করুন তবে তা আপডেট হতে শুরু করবে।
  • এই প্রসেশ শেষ হলে ফোন নিজে থেকেই রি-স্টার্ট হবে ততক্ষণ ফোনে অন্য কোন কাজ করবেনা না অপেক্ষা করুন।
  • ফোন স্টার্ট হওয়ার পরে আপনার কাছে আপডেট কমপ্লিট হওয়ার মেসেজ পাবেন। 
Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo