Smartphone Hang Problem: নতুন ফোন বার বার হ্যাং হচ্ছে, এই ৫ পয়েন্ট হতে পারে কারণ

Updated on 21-May-2024
HIGHLIGHTS

নতুন হক বা পুরনো, যেকোনো ফোনে RAM কম হওয়ার কারণে অনেক সময় ফোন হ্যাং করে

কাজে না লাগা অ্যাপগুলিকে ফোন থেকে ডিলিট করে দিন

ফোনের স্টোরেজ ভরতে ভরতে একসময় ফোনটি হ্যাং হতে শুরু হয়

Smartphone hang problem : জরুরি কাজের সময় ফোন হঠাৎ থেমে গেল। বন্ধ হয় যাচ্ছে, থেমে থেমে চলছে। মোবাইলের ডিসপ্লেতেও কোনো কাজ হচ্ছে না। কোনো উপায় আর কাজে আসছে না। কিন্তু ফোনটি বেশি দিন পুরনো নয়। এই তো সবে কয়েক মাস বা গত বছরেই ফোনটি কেনা। আপনার স্মার্টফোনটি বার-বার ‘হ্যাং’ হওয়ার কারণ পুরনো হওয়া নয়, বরং নতুন ফোনেও এই সমস্যাটি হতে পারে।

এই সমস্যাটি থেকে মুক্তি কীভাবে পাবেন তা নিয়েই এই খবর। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার নতুন হক বা পুরনো ফোন হ্যাং হওয়া থেকে বাঁচাবেন।

আরও পড়ুন: How to: স্মার্টফোন থেকে ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নম্বর ফিরে পাবেন কীভাবেন? জেনে নিন Google এর এই ট্রিক

নতুন ফোনে RAM দেখে নেবেন

নতুন হক বা পুরনো, যেকোনো ফোনে RAM কম হওয়ার কারণে অনেক সময় ফোন হ্যাং করে। বাজারে নতুন ফোন কেনার আগে যাচাই করে নেওয়া উচিত। ফোনে RAM কম থাকলে বেশি ভারি গেম, ডকুমেন্ট বা ভিডিও এবং ফটো রাখা মুশকিল। যদি থাকে তবে ফোনটি বার বার হ্যাং হওয়ার সমস্যায় পড়তে হয়।

কাজে না লাগা অ্যাপগুলিকে ফোন থেকে ডিলিট করে দিন

অপ্রয়োজনীয় App ডিলিট করে ফোনটি হালকা রাখুন

অনেক সময় আমরা স্মার্টফোনে একগুচ্ছ অ্যাপ ডাউনলোড করে নিই। সেগুলি একবার ব্যবহারের পর আর কাজে লাগে না। সেই ক্ষেত্রে এমন অ্যাপগুলিকে ফোন থেকে ডিলিট করে দিন।

নিয়মিত Phone Galary খালি করুন

প্রায় সময় আমাদের WhatsApp বা সোশ্যাল মিডিয়ায় আসা অযথা ছবি বা ভিডিও আমরা ডাউনলোড করে ফেলি। কিন্তু সেগুলি আর কাজে আসে না। ফলে ফোনের স্টোরেজ ভরতে ভরতে একসময় ফোনটি হ্যাং হতে শুরু হয়। তাই ফোন কেনার সময় বেশি স্টোরেজের ডিভাইস কিনুন বা এক্সটারনাল স্টোরেজ ব্যবহার করুন।

ফোনের স্টোরেজ ভরতে ভরতে একসময় ফোনটি হ্যাং হতে শুরু হয়

যেকোনো লিংক এরিয়ে চলুন

ফোন থাকলে স্প্যাম হওয়ারও ভয় রয়েছে, তাও যদি হয় Android Phone । অ্যান্ড্রয়েড ফোনে স্প্যাম হওয়ার ভয় থাকে। ফোনে প্রায় সময় মেসেজে বা হোয়াটসঅ্যাপে কেউ লিংক পাঠাল, এবং আপনি সেই লিংকে ক্লিক করলেন। বেস, আর কী! ফোনটি হল হ্যাং, কারণ সেটি ছিল ম্যালওয়্যার লিংক, যা আপনার ফোনের প্রতিটি ডেটা স্টোর করছে বা চুরি করছে। এমন ম্যালওয়্যার লিংকগুলিতে ক্লিক করলেই আপনার ফোন থেমে থেমে হ্যাং হতে থাকে। তাই এমন কোনো লিংকে ক্লিক করা উচিত নয়।

স্মার্টফোনের সিস্টাম সফটওয়্যার আপডেট করুন

বাজারে নতুন ফোন আসার সময় সেটি নতুন অপারেটিং সিস্টম বা সফটওয়্যারের সাথে আনা হয়ে। তবে কোম্পানি প্রতি বছর নতুন ভার্সনের ওএস (অপারেটিং সিস্টাম) এর ঘোষনা করে। এটি পুরনো ডিভাইসের জন্যও পাওয়া যায়। অনেক সময় স্মার্টফোন সময়মতো আপডেট না করার কারণে এটি হ্যাং হতে শুরু করে। আর ফোনের পারফরম্যান্স স্লো করে দেয়। তাই, ফোনে সময় সময় আপডেট করা উচিত।

আরও পড়ুন: Aadhaar Card History Check: আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে! কীভাবে চেক করবেন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :