টাইপিং য়ের সময়ে ভুল হলে ফোনের কিবোর্ড কী করে সেট করবেন?

টাইপিং য়ের সময়ে ভুল হলে ফোনের কিবোর্ড কী করে সেট করবেন?
HIGHLIGHTS

এই আর্টিকেলে আমরা আপনাদের বলব যে কি করে প্রিঅ্যাক্টিভ টেক্সটিং ব্যাবহার করা যায়

অনেক সময়েই আমরা নিজেদের ফোন থেকে দরকারি ইমেল করার সময়ে বা চ্যাটিং বা মেসেজিং করার সময়ে কিছু ভুল শব্দ লিখে ফেলি আর এর ফলে অনেক সময়েই সমস্যা হয়। আর এর থেকে বাচার জন্য আমরা প্রি অ্যাক্টিভ টেক্সটিংয়ের মাধ্যমে যে শব্দ লিখতে চাই তা লিখতে পারি। একে অটো কারেক্ট বলা হয়। প্রিঅ্যাক্টিভ টেক্সটিং ব্যাবহার করার জন্য নিজের ফোনের সেটিংসে পরিবর্তন করতে হবে। আর এই আর্টিকেলে আমরা আপনাদের বলব যে কি করে প্রি অ্যাক্টিভ টেক্সট ব্যাবহার করা সম্ভব।

  • প্রিঅ্যাক্টিভ টেক্সটিং ব্যাবহার করুন।
  • সেন্ট্রাল বটনটি প্রেস করে হোম স্ক্রিনে জান।
  • স্ক্রিনের ওপরে ট্যাপ করে সেটিংস প্যানেলের নিচে দেখুন।
  • এবার সেটিংস আইকনটি প্রেস করুন।

  • ল্যাঙ্গুয়েজ আর ইনপুট খুজুন আর তা ওপেন করার জন্য ট্যাপ করুন।

  • নিজের বর্তমান কি বোর্ডের জন্য সেটিংসে ট্যাপ করুন।

  • প্রিঅ্যাকেটিভ টেক্সটিং প্রেস করে এটি চালু করুন।

  • দারুন ব্যাপার এবার আপনি নিজের ভুল সুধারনোর জন্য কিবোর্ড সেট করেছেন।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo