এভাবে আপনার স্মার্টফোন আপনাকে দরকারি কথা মনে করাতে সাহায্য করবে
অ্যান্ড্রয়েড আর iOS দু ধরনের ডিভাইসেই এই ফিচারটি আছে, তবে এটি আপনার অ্যান্ড্রয়েডে ক্যালেন্ডার আর iOS এ সেটিংস অপশানে থাকে
এখনকার দিনে সব মানুষই ভীষণ ব্যাস্ত থাকে সবসময়। এখনকার দিনে বেশিরভাগ মানুষের জীবনই স্ট্রেসে ভর্তি। আর এসবের মাঝে অনেক সময় হয় যে আপনি আপনার কোন দরকারি কাজ করতেই হয়ত ভুলে গেলেন। আর আমরা কোথাউ লিখে রাখলে হয় তা দরকারের সময় হারিয়ে ফেলি আবার অনেক সময় আমরা কাউকে কিছু মনে করিয়ে দিতে বললে সেও ভুলে যায়। আর তখন কিন্তু আমাদের সব থেকে বেশি কাজে লাগে আপনার ফোন। এই সমস্যার এরকম সমাধান যে আপনার হাতের মুঠোতেই বন্দি তা হয় আপনার মনে থাকেনা নয়ত ভুলে যান। তবে আসুন হাতের সামনে থাকা এই মুস্কিল আশানের বিষয়ে একটু জানা যাক।
এখনকার দিনে ফোন শুধু তো আর ফোন নয় তা আসলে অনেক সমস্যার সমাধানের উপায়। ফোন তো নয় যেন ম্যাজিক বক্স। স্মার্টফোনে এরকম অনেক দরকারি কাজের ফিচার থাকে যা আমাদের, আমাদের কাজ মনে রাখতে সাহায্য করে। আমরা আসলে স্মার্টফোনের রিমাউন্ডার ফিচারের কথা বলছি। এই ফিচারের ব্যাবহার করে আপনি কাজের কথা মনে রাখতে পারবেন। আপনি ডেট আর টাইম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নোটও লিখে রাখতে পারেন এতে। আর আপনার দেওয়া ডেট আর টাইম এলেই আপনার স্মার্টফোন আপনাকে আপনার কাজের বিষয়ে মনে করিয়ে দেবে।
এবার স্মার্টফোনের রিমাইন্ডার ফিচার কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে কথা বলা যাক।
1. প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্যালেন্ডার (Calendar) অপশানে ক্লিক করতে হবে। iOS ডিভাইসে আপনি রিমাইন্ডার ফিচার সেটিংশে পাবেন।
2. এর পরে আপনাকে ক্যালেন্ডার থেকে এভাবে ডেট বাছতে হবে সেই দিনের যে দিন আপনি আপনার রিমাইন্ডার চান। নিচে ডান দিকে দেওয়া প্লাস (+) এর চিহ্নে ক্লিক করুন।
3. এবার আপনার সামনে একটি নতুন ফর্ম দেখা যাবে, এতে ইভেন্টের নাম আর ডেট আর টাইম সিলেক্ট করুন যে সময় আপনি এই রিমাইন্ডারটি চান। আর এর সঙ্গে আপনি রিমাইন্ডার কতবার পাবেন তা দেখতে পারেন কারন এপ্নি এটি রিপিট করতে পারবেন। আপান্র ওপর দিকের সাইডে ওকে (OK) বটন টিপুন।
4. এবার আপনার স্ক্রিনে, রিমাইন্ডার সেট হওয়ার কনফার্মেশান আসবে আর এর সঙ্গে ডিটেলসও দেখানো হবে। এবার আপনার রিমাইন্ডার সেট হয়ে যাবে। আর এবার আপনি সময়ে আপনার দরকারি কাজের কথা রিমাইন্ডারের মাধ্যমে মনে রাখতে পারবেন।