ভারতে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Poco C75 ফোনটি আজ 19 ডিসেম্বর প্রথমবার সেলে বিক্রি করা হবে। পোকো সি75 ফোনটি Flipkart সাইট থেকে কেনা যাবে। নতুন পোকো ফোনটি Snapdragon 4s Gen 2 প্রসেসর, 120Hz ডিসপ্লে এবং 18W চার্জিং সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক নতুন পোকো সি75 5জি ফোনের দাম, ব্যাঙ্ক অফার এবং ফিচার কী রয়েছে।
নতুন পোকো সি75 ফোনটি 7999 টাকার শুরু দামে ভারতে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 4GB/64GB স্টোরেজ মডেল কেনা যাবে। কোম্পানি এই ফোনের তিনটি কালার Enchanted Green, Aqua Blue এবং Silver Stardust shades অপশনে আসবে। পোকো সি75 5জি ফোনের বিক্রি আজ 19 ডিসেম্বর দুপুর 12টায় শুরু হবে।
গ্রাহকরা ICICI, HDFC এবং SBI কার্ড পেমেন্টে পোকো সি75 ফোনে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন। ছাড়ের পর ফোনের দাম কমে 7999 হয় যাবে।
ডিসপ্লে: পোকো ফোনে 6.88-ইঞ্চি HD+ LCD স্ক্রিন দেওয়া। এটি 600 নিট পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে লেটেস্ট পোকো সি75 ফোনটি Snapdragon 4s Gen 2 চিপসেটে কাজ করে। এটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পোকো ফোনটি 50MP Sony ক্যামেরা সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স সহ আসে। ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে এই ফোনে।
ব্যাটারি: পাওয়ার দিতে পোকো সি75 5জি ফোনে 18W ফাস্ট চার্জিং সহ 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
সস্তা 5জি ফোন শুধু Jio এর 5জি নেটওয়ার্ক সাপোর্ট করে।
আরও পড়ুন: OnePlus 13R ফোনের ডিজাইন লিক, তবে লঞ্চের আগেই 5টি তথ্য যা আমাদের কাছে রয়েছে