ক্যাব থেকে নামার সময় ফোন হারিয়ে ফেলেছেন? দেখুন কোন 5 জিনিস করলে ক্ষতির সম্ভাবনা কমবে

Updated on 01-Feb-2023
HIGHLIGHTS

ক্যাবে ফোন হারালে ঘাবড়াবেন না, ঠাণ্ডা মাথায় পাঁচটি কাজ করুন

প্রথম ফোনটাকে ট্র্যাক করার চেষ্টা করুন

এছাড়া সম্ভব হলে দূরে বসেই ফোনের তথ্য মুছে ফেলুন

আজকাল ফোন মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস জীবনের। অনলাইন লেনদেন থেকে, জামাকাপড় কিংবা ওষুধ কেনা, জরুরি মেল পাঠানো থেকে ভিডিও কলে কথা বলা, ব্যাংকের কাজ করা হোক বা বেড়াতে গিয়ে ফটোগ্রাফি করা সব কিছুতেই ফোন লাগে। ফোন ছাড়া আজকাল এগুলোর কোনওটাই সম্ভব নয়। ফোন ছাড়া জীবন আমরা কেউই বোধহয় কল্পনা করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ফোন নানা কাজে ব্যবহার করে থাকি আমরা। ফলে এ হেন গুরুত্বপূর্ণ ডিভাইস যদি হারিয়ে যায় তাহলে মাথা খারাপ তো হবেই! শুধু মাথা খারাপ নয় তথ্য চুরি যাওয়ার আশঙ্কাও থাকে। আর মানুষ সব থেকে বেশি যেখানে ফোন হারায় সেটা হল ট্যাক্সি বা ক্যাবে।

ক্যাবে যদি আপনি ফোন হারান ঘাবড়াবেন না। মাথা ঠাণ্ডা রেখে ঝটপট পাঁচটি কাজ সেরে ফেলুন এতে আপনার ক্ষতি অনেকটাই কমে যাবে। কী করবেন? আসুন দেখে নেওয়া যাক। 

ক্যাবে ফোন হারালে যা করণীয়:

দূরে থেকেও ফোনের তথ্য মুছে ফেলুন

দেখুন ফোন হারানো মানে নতুন ফোন কেনা, আর নতুন ফোন মানেই একগাদা টাকার ব্যাপার। ফলে সেটা একরকম যে আর্থিক ক্ষতি হল। কিন্তু তার থেকে অনেক বেশি জরুরি হল আপনার ফোনে থাকা তথ্য। সেটা যদি খারাপ মানুষের হাতে পড়ে? তারা যদি সেটা খারাপ কাজে ব্যবহার করে? তখন? এটা কখনই হতে দেওয়া উচিত নয়। তাই দূরে থেকেও ফোনের সব তথ্য মুছে ফেলুন। আর এটা করা সম্ভব। iPhone ব্যবহারকারীরা iCloud.com -এ গিয়ে Find Device ফিচার ব্যবহার করুন। আর তারপর সেটার সাহায্যে আপনার ফোনে থাকা সব তথ্য মুছে ফেলুন। আর যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি Android.com/find লিংকে গিয়ে ফাইন্ড মাই ডিভাইস ফিচার ব্যবহার করে ফোনের সব তথ্য মুছে ফেলুন।

ফোন ট্র্যাক করার চেষ্টা করুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফাইন্ড মাই ডিভাইস বা আইফোনের জন্য ফাইন্ড মাই আইফোন ফিচারের সাহায্যে ফোন ট্র্যাক করার চেষ্টা করুন। তবে মনে রাখবেন এই ফিচারের সাহায্যে আপনি তখনই আপনার ফোনের লোকেশন দেখতে পাবেন যখন ফোনটা অন থাকবে। আর অফ থাকলে যেখানে ফোনটি অফ হয়েছে সেই জায়গাটি দেখাবে আপনাকে। 

ব্যাংকের তথ্য সুরক্ষিত রাখুন

যদিও আজকাল সমস্ত অনলাইন ব্যাংকিং বা নেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে সিকিউরিটি পিন দেওয়ার ব্যাপার আছে তবু সেটা ভেবে নিশ্চিন্ত থাকবেন না। কেউ আপনার ফোন ব্যবহার করে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে ব্যাংকের টাকা আত্মসাৎ করে নিতেই পারে। তাই দ্রুত সমস্ত পাসওয়ার্ড ইত্যাদি পাল্টে ফেলুন। তবে যদি আপনার ফোনে সেই পাসওয়ার্ড সেভ করা থাকে তাহলে আর কিছু করার নেই। এছাড়া যদি ফোনে ATM পিন, ইত্যাদি কোথাও লেখা থাকে তাহলে দ্রুত ব্যাংকে জানান এবং অ্যাকাউন্ট লক করার ব্যবস্থা করুন। 

SIM কার্ড ব্লক করুন

মনে রাখবেন সিম কার্ডেই কিন্তু বিভিন্ন OTP, Pin ইত্যাদি এসে থাকে। আর লেনদেনের জন্য এটা জরুরি। ফলে আপনি সবার আগে সিম কার্ড ব্লক করে দিন যাতে সেই OTP, ইত্যাদি কোনও ভুল মানুষের হাতে না যায়। 

সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড বদলে ফেলুন

আপনি জানেন না বিপদ কখন কীভাবে আসবে। আজকাল আমাদের সবারই সোশ্যাল মিডিয়ায় ভুরি ভুরি ছবি, তথ্য, ইত্যাদিতে ভর্তি থাকে। থাকে বহু কানেকশন। তাই যে কোনও রকমের বিপদের হাত থেকে বাঁচতে সবার আগে সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলগুলোর পাসওয়ার্ড বদলে সব ডিভাইস থেকে লগ আউট করে যান।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :