আমরা অনেক সময় শুনে থাকি যে কারো স্মার্টফোন হারিয়ে গেছে আর খুব কম সময়েই হারানো ফোন ফিরে পাওয়া যায়। আজ আমরা আপনাদের এমন একটি উপায় বলব যার ফলে আপনারা কোন থার্ডপার্টি ট্র্যাকার ছারাই নিজের ফোন খুজে নিতে পারবেন।
যদি আপনার আইফোন হারিয়ে যায় তবে ফাইন্ড আইফোন অ্যাপের মাধ্যমে আপনি আপনার হারানো আইফোন খুজে নিতে পারবেন। আর যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে যায় তবে আপনি থার্ডপার্টি ট্র্যাকার ছারাই নিজের ফোন খুজে নিতে পারবেন।
অনেকে আজকাল নিজেদের ফোন ফোন টড়্যাকার ডাউনলোড করে রাখেন যাতে ফোন হারালে তা খুজে পাওয়া সহজ হয়, তবে এই ধরনের অ্যাপ আপানার ফোনের ডাটা খুব তাড়াতাড়ি শেষ করে দেয়।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন খোজার জন্য আপনার ফোনের কিছু গুগল সেটিংস অন করে রাখুন। যেমন- নাও কাইস, ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি। এছাড়া ফোনে লোকেশান সেটিংস অপশানে হাই অ্যাক্সিউসিতে সেট করুন যাতে ফোন সহজেই ট্র্যাক করা যায়।
এই স্টেপ গুলি ফলো করুন