লাগবে না পাওয়ার ব্যাঙ্ক! কয়েকটি সহজ উপায়ে আপনার ফোনের ব্যাটারি চলবে দীর্ঘদিন

Updated on 19-Feb-2022
HIGHLIGHTS

ফোনে অনেক অ্যাপ থাকে যেগুলি অতিরিক্ত পরিমাণে চার্জ নষ্ট করে।

অসংখ্য অ্যাপ আছে যার থেকে ক্রমাগত পুশ নোটিফিকেশন আসে।

পাওয়ার সেভিং মোডে ফোনটি নিজে থেকেই ব্যাটারির চার্জ রিডিউস করবে।

স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে রয়েছে যে, একমূহুর্তের জন্যেও আমরা এই ইলেকট্রনিক ডিভাইসটি ছাড়া থাকতে পারিনা। শুধুমাত্র এন্টারটেইনমেন্ট এর জন্যে মানুষ এখন মোবাইল ব্যবহার করেনা। অসংখ্য  কাজ এই যন্ত্রের মাধ্যমে করা সম্ভব। এইসকল গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আমরা আমাদের স্মার্টফোনকে প্রায় সব সময়েই ব্যবহার করি। তবে স্মার্টফোনের বয়স বাড়ার সাথে সাথে তার স্মার্টনেস ও কমতে থাকে।  অর্থাৎ শুরুতে যেমন সার্ভিস এটি দিতে পারে অনেকদিন ব্যবহার করার পর সেই সার্ভিস দিতে পারেনা।

স্মার্টফোন ইউজারদের তাদের ডিভাইস নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে অন্যতম বড় সমস্যা হল মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া। মানুষ সাধারণত এর সলিউশন হিসেবে পাওয়ার ব্যাঙ্ক কিনে নেন। তাতেও যদি কাজ না হত তখন কেনেন নতুন ফোন। আপনার ফোনেও যদি ব্যাটারির সমস্যা হয়ে থাকে তাহলে তারাহুরো করে নতুন মোবাইল না কিনে এই আর্টিকেলে দেখে নিন আরও কয়েকটি সহজ উপায়, যা আপনার ফোনের ব্যাটারির দ্রুত চার্জ শেষ হওয়া আটকাতে পারে।

স্মার্টফোনের ব্যাটারির চার্জ বাঁচানোর উপায়-

Unused App বন্ধ করুন-

আমরা বিভিন্ন রকম অ্যাপ কাজের জন্যে খুললেও, কাজ শেষ হলে তা বন্ধ করতে ভুলে যাই। মিনিমাইজ অবস্থায় থেকে যাওয়া এই অ্যাপগুলি কন্টিনিউ আপনার ফোনের চার্জ নষ্ট করতে থাকে। এছাড়াও বিভিন্ন অ্যাপ অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ব্যাটারি সেভ করতে হলে এইসকল অ্যাপ অবশ্যই নিজের দায়িত্বে বন্ধ করুন।

অতিরিক্ত চার্জ নষ্ট করা App গুলির ব্যবহার কমান-

ফোনে অনেক অ্যাপ থাকে যেগুলি অতিরিক্ত পরিমাণে চার্জ নষ্ট করে। কিছুক্ষণ এসব অ্যাপ ব্যবহার করলেই শেষ হয়ে যায় ফোনের চার্জ। এসকল অ্যাপ যতোটা সম্ভব কম ব্যবহার করুন। কোন অ্যাপ বেশি চার্জ রিডিউস করে সেটা জানতে হলে সেটিংসে গিয়ে ব্যাটারি ইউজেস হিস্ট্রি দেখতে পারেন।

Hotspot এর ব্যবহার কমান-

Hotspot ব্যবহার করে আমরা অন্য কাউকে নেট ইউজ করতে দিয়ে থাকি। কিন্তু এই ফিচারটির সমস্যা হল কম সময় অনেকটা চার্জ ব্যবহার করে। তাই অকারণে হটস্পট চালু করবেন না। এবং ফিচারটি যত কম ইউজ করা যায় ততো ভালো, কারণ ফোনের ব্যাটারি নষ্টের অন্যতম কারণ হিসাবে বিশেষজ্ঞরা এই ফিচারটির কথা বলে থাকেন।

Push Notification বন্ধ করুন-

অসংখ্য অ্যাপ আছে যার থেকে ক্রমাগত পুশ নোটিফিকেশন আসে। সাধারণত প্রমোশনের জন্যেই এই নোটিফিকেশন পাঠিয়ে থাকে অ্যাপগুলি। এই পুশ নোটিফিকেশন আপনার ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে দেয়। তাই সেটিংস থেকে পুশ নোটিফিকেশনগুলি বন্ধ করে দিন।

Power saving mode ব্যবহার করুন-

বর্তমানে সমস্ত স্মার্টফোনেই থাকে এই ফিচারটি। পাওয়ার সেভিং মোডে ফোনটি নিজে থেকেই ব্যাটারির চার্জ রিডিউস করবে। প্রয়োজন মতো ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে এবং অন্যান্য আরও অনেক সেটিংস এর সাহায্যে এটি আপনার ফোনের ব্যাটারি পাওয়ার বাচাতে পারে। এর জন্য আপনাকে শুধু পাওয়ার সেভিং মোডটি অন করতে হবে৷ এছাড়াও অনেক ফোনে আল্ট্রা পাওয়ার সেভিং মোড-ও থাকে৷ এতে আপনার এমার্জেন্সি কারণে কম চার্জেও ফোন অনেকক্ষণ চলবে।

এই স্টেপগুলি ফলো করলে আপনার ফোনটির ব্যাটারি ব্যাক আপ অনেক বেশি দিন চলবে। এবং আপনার পাওয়ার ব্যাঙ্ক অথবা নতুন ফোনের খরচ বাচিয়ে দেবে

Connect On :