আজকাল স্মার্টফোন ছাড়া আমাদের জীবন একপ্রকার অচল। কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি। স্মার্টফোন মানেই একগাদা অ্যাপ থাকবেই। সেটা কখনও ব্যাংকিং অ্যাপ হবে তো কখনও UPI লেনদেনের, তো কখনও অন্য কিছুর। আর এসব অ্যাপ ফোনে থাকা মানেই সেখানে আপনার ব্যক্তিগত তথ্য থাকা। ব্যাংকিং অ্যাপস ছেড়েই দিলাম সাধারণ সোশ্যাল মিডিয়ায় কী কিছু কম ব্যক্তিগত তথ্য থাকে আপনার? ফলে এসব কারণে সজাগ আর সচেতন থাকা খুবই জরুরি। কারণ ফাঁক ফোঁকর পেলে কেউ কিন্তু আপনার জানতে বা অজান্তে সেই তথ্য হাতিয়ে নিতে পারে। আর সেটা আপনার সুরক্ষার জন্য আটকানো প্রয়োজনীয়।
আপনার স্মার্টফোন কিন্তু আপনার জীবনের নানা তথ্য ভাণ্ডার বলা যায়। তাই সেটার তথ্য সুরক্ষিত রাখা ভীষণই আবশ্যক কারণ একবার ফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় আর সেটা কোনও খারাপ মানুষের হাতে গেলে কিন্তু আর কোনও ভাবেই রক্ষা পাবেন না। এমনকি আপনার নাম পর্যন্ত জড়িয়ে যেতে পারে নানা অপরাধমূলক কাজে। তাই যাতে আপনার বিপদের ঝুঁকি কমে, তথ্য চুরি আটকানো যায় দেখুন কী করণীয়।
আমাদের মেসেজে বা ফোনে নানা অনেক সময় যোগাযোগ করা হয়। সেখানে বলা হয় যে তাঁরা ব্যাংক থেকে বা সরকারি অফিস থেকে ফোন করছে এবং কোনও কারণে ব্যক্তিগত তথ্য লাগবে বলছে। ভুলেও সেই ফাঁদে পা দেবেন না। নিজের কোনও ব্যক্তিগত তথ্য এভাবে কাউকে দিয়ে দেবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য তো যাবেই, ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত খালি হতে পারে। বিশেষ করে আপনার নেট ব্যাংকিং, ATM এবং UPI পিন কাউকেই দেবেন না।
দেখুন আজকাল সব ফোনেই পাসওয়ার্ড দিয়ে রাখার ব্যবস্থা থাকে সেটা সব সময় অন করে রাখুন। পিন দিন বা প্যাটার্ন লক দিন, কিংবা ফিঙ্গারপ্রিন্ট, যাই হোক কোনও এক মাধ্যমে ফোনের স্ক্রিন লক রাখুন যা আপনি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না। কয়েক মাস অন্তর অন্তর এটা পাল্টে ফেলুন।
Google Play Store বা iPhone এর App Store থেকেই কেবল মাত্র অ্যাপ ডাউনলোড করুন তাও রিভিউ দেখে। যা খুশি, যেখান থেকে খুশি ডাউনলোড করবেন না। কারণ কোন অ্যাপের মধ্যে ম্যালওয়্যার ঢুকে বসে আছে আপনি জানেন না। এতে কিন্তু আখেরে আপনারই ফোনের ক্ষতি হবে। আপনার অজান্তেই আপনার ফোনের সব তথ্য চুরি যাবে। রিমোট পদ্ধতিতে হ্যাকাররা আপনার ফোন চালনা করতে পারবে। তাই সাবধান হন আগেই।
নিজের কোনও ব্যক্তিগত তথ্য বা ছবি ফোনে রাখবেন না। রাখলেও গুগল ড্রাইভ বা ল্যাপটপে রাখুন। ফোন নয়। আর ফোনে ঠিকঠাক সিকিউরিটি পাসওয়ার্ড ছাড়া এটা একদমই উচিত নয়। এতে ক্ষতি হতে পারে। আপনার ফোন চুরি হয়ে গেলে কিন্তু তখন সমস্যায় পড়ে যাবেন।
আজকাল আমাদের সবার কাছেই UPI পেমেন্ট অ্যাপ থাকে। সামান্য চা খাওয়া হোক বা মুদিখানার দোকান কিংবা অন্যান্য কিছু, সবেতেই আমরা UPI পেমেন্ট ব্যবহার করতে পছন্দ করি কারণ দ্রুত লেনদেন হয়। সেটা ভালো কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন টাকা লেনদেন হওয়ার পর অবশ্যই লগআউট করবেন।