iPhone-এ দুটি WhatsApp অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন

iPhone-এ দুটি WhatsApp অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন
HIGHLIGHTS

WhatsApp একটি ফোনে দুটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়না

বেশিরভাগ Android ইউজাররাই অ্যাপ ক্লোনিং ফিচারটির সাহায্যে 'Dual WhatsApp' ব্যবহার করে থাকে

WhatsApp Business নামে WhatsApp এর আরেকটি অ্যাপ আছে

গত কয়েক বছরে রিলিজ হওয়া প্রায় প্রত্যেকটি স্মার্টফোনই ডুয়াল সিম সাপোর্ট করে। এই ফিচারটির সাহায্যে আপনি একটি ফোনে দুটি ভিন্ন ফোন নম্বর ব্যবহার করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যবশত, বিশ্বের অন্যতম সেরা মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp একটি ফোনে দুটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়না।

কিন্তু মানুষের প্রয়োজনে একের বেশি অ্যাকাউন্ট দরকার হয়ে থাকে। বেশিরভাগ Android ইউজাররাই অ্যাপ ক্লোনিং ফিচারটির সাহায্যে 'Dual WhatsApp' ব্যবহার করে থাকে। কিছু মানুষ আবার থার্ড-পার্টি অ্যাপ-এর সাহায্যে দুটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। যদিও iPhone ইউজাররা এই ফিচারটির সুবিধা পান না।

WhatsApp Business নামে WhatsApp এর আরেকটি অ্যাপ আছে, যেটি রেগুলার ভার্সানের মতোই এক হলেও বেশ কয়েকটি এক্সট্রা ফিচার থাকায় বিজনেস মালিকদের জন্য উপযুক্ত হয়। WhatsApp এর এই সিবলিং অ্যাপের সুবাদেই iPhone ইউজাররা একটি ডিভাইসে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। বর্তমানে এই দুটি ভার্সানেই পাওয়া যায় WhatsApp।

কীভাবে দুটি অ্যাকাউন্ট একসাথে iPhone এ ব্যবহার করবেন? জেনেনিন সহজ কয়েকটি step-

1. আপনার iPhone এর App Store টি ওপেন করুন।
2. এবার WhatsApp Business লিখে সার্চ করুন।
3. এরপর Get আইকনটিতে ক্লিক করে আপনার ফোনে ইনস্টল করে নিন।
4. ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করে Agree & Continue বটনে ট্যাপ করুন।
5. একটি নতুন উইন্ডো খুলে যাবে, যেখানে দুটি অপশন দেখতে পাবেন। দ্বিতীয় অপশনটি ক্লিক করুন। প্রথম অপশনটিতে ক্লিক করলে আপনার এক্সিসটিং অ্যাকাউন্টটি খুলে যাবে। দ্বিতীয় অপশনটি আপনাকে অন্য একটি নম্বর দিয়ে নতুন WhatsApp Business অ্যাকাউন্ট খুলতে দেবে।
6. নতুন নম্বরটি এন্টার করুন, যেটি দিয়ে নতুন অ্যাকাউন্টটি আপনি খুলতে চান।
7. আপনার মোবাইলে আসা OTP দিয়ে আপনার নম্বরটি ভেরিফাই করুন।
8. আপনার নাম লিখুন এবং তার নিচে থাকা ''not a business' অপশন সিলেক্ট করুন।
9. এরপর Done -এ ট্যাপ করলেই আপনার দ্বিতীয় WhatsApp অ্যাকাউন্ট তৈরী।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo