স্মার্টফোন ব্লাস্টের অনেক রিপোর্ট সামনে এসেছে। কখনো ব্যাটারির কারণে আবার কখনো অতিরিক্ত গরমের কারণে ফোনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে ইউজাররাও আহত হন। তবে প্রতিবারই স্মার্টফোনের ত্রুটির কারণে এমনটি হয় না। অনেক সময় ইউজারদের কারণে এসব ঘটনাও সামনে আসে। এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে, আজ আমরা আপনাকে এমন কিছু টিপস জানাতে যাচ্ছি, যার ফলে আপনি স্মার্টফোনে বিস্ফোরণের সম্ভাবনা কমাতে পারবেন। সেক্ষেত্রে কী করবেন ভাবছেন? আসুন দেখে নেওয়া যাক ফোন ঠাণ্ডা রাখার সহজ উপায়।
ফোন খুব জলদি সূর্যের তাপ শুষে নেয়, এমনটাই সমীক্ষার রিপোর্ট বলছে। একই সঙ্গে রোদে ফোন ব্যবহার করতে গেলে বাড়াতে হয় ব্রাইটনেস যার ফলে ফোন গরম হয়ে যায়। তাই চেষ্টা করবেন রোদের মধ্যে কম পরিমাণে ফোন ব্যবহার করতে।
যত বেশি ফোন ব্যবহার করবেন তত বেশি ফোন গরম হবে। এছাড়া অতিরিক্ত ভিডিও দেখলেও ফোন গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে ব্লুটুথ এবং হটস্পট এর কারণেও ফোন গরম হতে পারে। তাই যতটা সম্ভব কম পরিমাণে ফোন ব্যবহার করুন।
ফোনের সুরক্ষা এবং সৌন্দর্যের জন্য সকলেই আমরা ফোনের কভার ব্যবহার করে থাকি। কিন্তু যখন দেখবেন ফোন গরম হয়ে যাচ্ছে তখন ফোনের কভার খুলে রাখুন।
ফোনকে সবসময় লো পাওয়ার মোডে দিয়ে রাখুন, এতে ফোন কম গরম হবে। তবে হ্যাঁ এই ক্ষেত্রে বেশ কিছু ফিচার রেস্ট্রিক্টেড থাকে।