স্মার্টফোনের বা বলা ভাল ফোনের প্রতিদিনের উন্নত থেকে উন্নততর হয়ে ওঠা প্রযুক্তিতে আপনারা প্রতিদিন নিজের স্মার্টফোনে নতুন নতুন ফিচার আর স্পেক্স পান। আর এই সবের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে উন্নত হচ্ছে ফোনের সিকিউরিটি ফিচার।
একটা সময় ছিল যখন ফোনে শুধু একটি সুইচের মাধ্যমে কি প্যাড বন্ধ করা যেত। ধিরে ধিরে স্মার্টফোনের যুগে সেই বাটন লক থেকে ফেস আনলকে উত্তীর্ণ হয়েছে। আর এর মধ্যে পেরিয়ে এসেছে প্যাটার্ন লক আর ফিঙ্গার প্রিন্ট সেন্সারের সিস্টেম। আর এখন চলছে ফেসআনলকের সময়। যদিও ফোনে এখনও প্যাটার্ন, নাম্বার লক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের ফিচার থাকে। আর ফিঙ্গার প্রিন্ট সেন্সার এমনিতে রেয়ার থেকে ইন ডিসপ্লের পর্যায় পেরিয়ে গেছে।
তবে এর মধ্যে অনেকেই এখনও এমন আছেন যারা ফোনে অন্য রকমের বা উন্নত ফোন লকের সুযোগ থাকলেও সেটি কি করে সেট করে না জানার ফলে করে উঠতে পারেন না। আর আজকে আমরা এখানে আপনাদের আজকে জানাব যে স্মার্টফোনে কি করে ফেস আনলক বা ফেস লক সেট করা যায়।
এখানে আমরা কিছু বিশেষ ব্র্যান্ডের স্মার্টফোনের ফেস লক কি করে সেট করে সেই বিষয়ে আপনাদের এখানে জানাব। তবে ব্র্যান্ড ভেদে একটু পার্থক্য থাকলেও মুল সেটিংস প্রসেস একই। আসুন তবে দেরি না করে সেই ব্যাবস্থা দেখে নেওয়া যাক।
আপনারা যদি স্যামসাং ফোন ব্যাবহার করেন তবে আপনারা এই সেটেপ ফলো করতে পারবেন।
এখানে আমরা কিছু ফোনের বেসিক ফেস আনলক সেট করার উপায় আপনাদের জানালাম আর এছাড়াও সব ফোনের আরঅকিছু ফেস আনলক সেট করা যায়। তবে কম বেশি সব ফোনের ই ফেস আলক সেট করার ব্যাপার একই।
মুলত ফোনের সেটিংসে গিয়েই ফোনের সিকিউরিটি ফিচার থেকে ফেস আনলক সেট করা যায়।