ফোনের ব্যাটারি বাঁচাতে হলে ডিলিট করুন এই কয়েকটি অ্যাপ

Updated on 26-Jul-2016
HIGHLIGHTS

এই যুগে সবার হাতে স্মার্টফোন। একটা ফোনে দুনিয়া একটা মুঠি তে চলে আসে। কিন্তু স্মার্টফোন ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হল এর ব্যাটারি। আবার চিন্তা না করে, এই কয়েকটি উপায় দিয়ে বাঁচান আপনার স্মার্টফোনের ব্যাটারি।

এই যুগে সবার হাতে স্মার্টফোন। একটা ফোনে দুনিয়া একটা মুঠি তে চলে আসে। কিন্তু স্মার্টফোন ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হল এর ব্যাটারি। বলা নেই, কওয়া নেই যখন তখন ব্যাটারি শেষ হয়ে ফোন বন্ধ। রাস্তাঘাটে বিড়ম্বনার একশেষ। তবে, কিছু কিছু অ্যাপ এখনই ডিলিট করে দিলে আপনার ফোনের ব্যাটারিটা কিছুটা হলেও বাঁচতে পারে। যেমন,

ব্যাটারি সেভার অ্যাপ- ব্যাটারি বাঁচায় কম, খরচা করে বেশি। এমনকী তখনও এই অ্যাপটি চলতে থাকে, যখন ফোনে কোনও কাজ করা হয় না।

আরও দেখুন : অবশেষে ভারতে লঞ্চ হলো স্যামসং এর গ্যালাক্সি J2 প্রো স্মার্টফোন, মূল্য Rs. 9,890

ফোটো এডিটিং অ্যাপ- আপনি যত বেশি আপনার ফোনে ফোটো এডিট করেন, তত বেশি খরচ হয় ফোনের ব্যাটারি। মারাত্মক ব্যাটারি খায় এই অ্যাপগুলি।

ব্রাউজিং অ্যাপ- আপনার ফোনে একের বেশি ব্রাউজিং অ্যাপ থাকলেও ব্যাটারি খরচা বেশি হতে পারে।গেমিং অ্যাপ- গেমিং যে স্মার্টফোনের শত্রু, সেটা আজ বোধহয় দশ বছরের বাচ্চাও জানে।

সোশ্যাল মিডিয়া অ্যাপ- ফেসবুক, মেসেঞ্জারে সারাদিন অন থাকেন? ফোনে স্কাইপ ও রয়েছে? ফোনের ব্যাটারি সবচেয়ে বেশি খরচা করে এই অ্যাপগুলি।
অ্যান্টি-ভাইরাস অ্যাপ- সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ব্যাটারি খরচা হয়।

ব্যাটারি সেভার অ্যাপ- ব্যাটারি বাঁচায় কম, খরচা করে বেশি। এমনকী তখনও এই অ্যাপটি চলতে থাকে, যখন ফোনে কোনও কাজ করা হয় না।

আরও দেখুন : টিজর দ্বারা নিশ্চিত হলো 4GB Ram এর সঙ্গে 1 আগস্ট লঞ্চ করা হবে লেনোভো বাইব কী K5 নোট

আরও দেখুন : হুয়াওয়ে P9 স্মার্টফোন ভারতে 17 আগস্ট হবে লঞ্চ

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech.

Connect On :