How to: স্মার্টফোন থেকে ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নম্বর ফিরে পাবেন কীভাবেন? জেনে নিন Google এর এই ট্রিক

How to: স্মার্টফোন থেকে ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নম্বর ফিরে পাবেন কীভাবেন? জেনে নিন Google এর এই ট্রিক
HIGHLIGHTS

আমাদের মোবাইলে বেশ কিছু প্রয়োজনীয় নম্বর সেভ করা থাকে। তবে ভুলবসত তা যদি ডিলিট হয় যায়!

Google এর একটি ট্রিক দিয়ে আপনার ডিলিট হওয়া সমস্ত নম্বর পেয়ে যেতে পারেন

Gmail সেভ করা সমস্ত কন্ট্যাক্ট আপনার জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে

Google trick: বর্তমান সময় প্রায় সবার হাতেই একটি করে স্মার্টফোন থাকে। মোবাইলের প্রয়োজন সবার আলাদা থাকে। তবে সবথেকে জরুরি প্রয়োজন হল কাউর মোবাইল নম্বর সেভ করা। আমাদের মোবাইলে বেশ কিছু প্রয়োজনীয় নম্বর সেভ করা থাকে। তবে ভুলবসত তা যদি ডিলিট হয় যায়! ফলে দরকারে ফোন করতে পারছেন না বা বুঝতে পারছেন না কি করবেন!

এমন সময় আপনার যদি এমন অবস্থা হয়, তবে Google এর একটি ট্রিক দিয়ে আপনার ডিলিট হওয়া সমস্ত নম্বর পেয়ে যেতে পারেন। গুগলের এই সুবিধা সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে (Android Phone) এ দেওয়া থাকে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার ডিলিট হওয়া মোবাইল নম্বর ফিরে পাবেন।

আরও পড়ুন: Reliance Jio এর ধামাকা অফার! নতুন প্ল্যানে বিনামূল্যে Netflix, Prime Video, Disney hotstar সহ 15 OTT সাবস্ক্রিপশন এবং আনলিমিটেড ডেটা

Google থেকে কানেক্ট করে ডিলিট হওয়া নম্বর কীভাবে ফিরে পাবেন?

আপনি যখন মোবাইলে কোনও নম্বর সেভ করেন, তখন একটি অপশন দেখা যায়। সেই মোবাইল নম্বরটি জিমেইলে (Gmail) সেভ করবেন নাকি স্মার্টফোনে। জিমেইলে সেভ করা সমস্ত কন্ট্যাক্ট আপনার জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে।

Google trick on Android Smartphones
গুগল এর একটি ট্রিক দিয়ে আপনার ডিলিট হওয়া সমস্ত নম্বর পেয়ে যেতে পারেন

যদি কোনো কারণে নম্বরগুলি তাদের মোবাইল থেকে সরে বা ডিলিট হয় যায়, তবে আপনি জিমেইল থেকে সেগুলি রিস্টোর করতে পারবেন।

ডিলিট হয়ে যাওয়া মোবাইল নম্বরক কীভাবে ফিরে পাবেন?

বলে দি যে যদি আপনার জিমেইল থেকে কেউ কন্ট্যাক্ট ডিলিট করে দেয়, তবে সেটি রিসাইকেল বিনে পৌঁছে যায়। যার মানে সেটি স্মার্টফোন থেকে সরাসরি ডিলিট হয় না। আপনি এখান থেকে সমস্ত ডিলিট হওয়া নম্বর রিকাভর করতে পারবেন।

কীভাবে কন্ট্যাক্ট রিকাভর করবেন?

  1. প্রথমে আপনাকে পিসি বা ল্যাপটপ থেকে আপনার জিমেইলে লগইন করতে হবে।
  2. এবার জিমেইলে উপরের ডানদিকে একটি 9 ডটের একটি বিকল্প দেখা যায়।
  3. এখানে ক্লিক করলে একাধিক বিকল্প দেখা যায়। এখানেই একটি কন্ট্যাক্ট অপশন পাওয়া যাবে।
  4. কন্ট্যাক্ট অপশনে ট্যাপ করলে, সেখানে কন্ট্যাক্ট লিস্ট যেখা যাবে।
  5. এবার নীচে Trash অথবা Bin একটি অপশন থাকবে এখানে। সেখানে ক্লিক করতে হবে।
  6. এখানে Recovery অপশন পাওয়া যাবে। তাতে ক্লিক করলেই ডিলিট হয় যাওয়া কন্ট্যাক্টগুলি সব ফিরে পাবেন।

আরও পড়ুন: HMD upcoming phone: সস্তা দামে ভারতে আসছে এইচএমডি এর স্টাইলিশ ফোন, লঞ্চের আগে হল টিজ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo