HIGHLIGHTS
একাধিক কারণে আমাদের ফোনে ইন্টারনেটের গতি কমে যেতে পারে, যা আমাদের কাজে বা বিনোদনের ব্যাঘাত ঘটাতে পারে
আপনি কোথায় আছেন সেই জায়গার উপর নির্ভর করে আপনার ইন্টারনেটের গতি কমতে বা বাড়তে পারে
ফোনে একসঙ্গে অনেকগুলো অ্যাপ চললে ইন্টারনেটের গতি কমে যেতে পারে
ইন্টারনেটের গতি দুম করে কমে গেলে বিরক্তি আসা স্বাভাবিক বইকি! ইন্টারনেটের গতি শ্লথ হয়ে গেলে যেমন কাজে অসুবিধা হয় তেমনই বিনোদনের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। বিশেষ করে আপনি যদি অনলাইনে কনটেন্ট দেখছেন আর তখন খারাপ ইন্টারনেট স্পিড থাকে তখন বিরক্তি আসা স্বাভাবিক। এছাড়া অনলাইন লেনদেন করার সময়, কিংবা কাজের একদম পিক টাইমে এই সমস্যা দিলে মাথা খারাপ হয়ে যায়। তখন বারবার ফোন অন অফ করলেও বিশেষ সুবিধা হয় না। এমন সময় কী করবেন ভাবছেন? কী করলে ইন্টারনেটের গতি বাড়বে বুঝতে পারছেন না? তাহলে দেখে নিন সহজ কিছু সমাধান।
ফোনের ইন্টারনেটের গতি ঠিক করার সহজ কিছু সমাধান দেখুন….
সবার আগে দেখুন আপনার ফোনের ইন্টারনেটের গতি কত
- এমন অনেক অ্যাপ বা ওয়েবসাইট আছে যেটার সাহায্যে আপনি আপনার ফোনের ইন্টারনেটের গতি দেখে নিতে পারবেন। এর মধ্যে একটি হল Ookla Speedtest।
- এটার সাহায্যে আপনার মোবাইলের ইন্টারনেটের গতি দেখতে চাইলে আপনাকে সবার আগে speedtest.net এ যান বা ডাউনলোড করুন Ookla Speedtest App। এটি আপনার ফোনের App Store থেকে পেয়ে যাবেন।
- এরপর অ্যাপটি খুলুন এখন দেখুন Go বলে একটি অপশন আছে। তাতে ক্লিক করে দিন।
- এবার এই অ্যাপ আপনার মোবাইল ইন্টারনেটের গতি পরীক্ষা করে দেখবে এবং জানাবে আপনার ফোনে এখন কত আপলোড এবং ডাউনলোড স্পিড আছে।
- একবার এই টেস্ট হয়ে গেলে আপনার ফোনের স্ক্রিনে সমস্ত রেজাল্ট দেখিয়ে দেওয়া হবে।
এবার যদি এখানে দেখেন আপনার ফোনের ইন্টারনেটের গতি কম তাহলে দেখুন কী করবেন
- একাধিক DNS চেঞ্জার অ্যাপ আছে Google Play Store -এ যেমন DNS চেঞ্জার, 1.1.1.1: Faster and Safer Internet, Google DNS চেঞ্জার, ইত্যাদি। আপনি এই অ্যাপগুলোর মধ্যে একটি ডাউনলোড করতে পারেন। তারপর দেখুন কী করবেন।
- সবার আগে অ্যাপটি ডাউনলোড করুন। তারপর সেটাকে খুলুন।
- এবার এই অ্যাপকে আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংসের অনুমতি দিন।
- এবার কোন DNS সার্ভার আপনি বাছতে চান সেটা বেছে নিন।
- আপনি ডিফল্ট DNS সার্ভার ব্যবহার করতে পারেন অর্থাৎ যেটা অ্যাপ দেখাচ্ছে সেটা কিংবা আপনি ম্যানুয়ালি IP অ্যাড্রেস দিয়ে দিতে পারেন আপনি DNS সার্ভার ব্যবহার করতে চাইছেন সেটার।
- এবার আপনি বেছে নিতে পারেন এবং চেক করতে পারেন যে কোন DNS সার্ভারে কেমন স্পিড মিলছে, তারপর সেই অনুযায়ী সেরাটা বেছে নিন।
- এবার স্টার্ট অপশনে ক্লিক করুন এবং নতুন DNS সার্ভার অ্যাক্টিভেট করে দিন।
- এবার আপনি আবার স্পিড টেস্ট করে দেখে নিতে পারেন যে এই নতুন DNS সার্ভারের ফলে আপনার ফোনের স্পিড বাড়ল কিনা।
- তবে এই বিষয়ে অবশ্যই যেটা মনে রাখবেন সেটা হল এমন DNS সার্ভার বাছবেন যেটা নিরাপদ এবং যেটার যথেষ্ট প্রশংসা আছে। এতে আপনার নিরাপত্তা বজায় থাকবে।
- DNS সার্ভার চেঞ্জ করা ছাড়াও আরও কিছু টিপস মনে রাখুন ফোনে ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য।
- ফোন থেকে সমস্ত ক্যাশে এবং কুকিজ ডিলিট করে দিন। এতে আপনার ব্রাউজিং স্পিড বাড়বে সঙ্গে ইন্টারনেটের গতি।
- ডেটা সেভিং মোড অন করে রাখুন।
- নেপথ্যে যত অ্যাপ চলছে সেগুলোকে বন্ধ করে দিন। একসঙ্গে অনেক অ্যাপ চললে ফোনে ইন্টারনেট এর গতি কমে যেতে পারে। একই সঙ্গে এই অ্যাপগুলো অফ করে দিলে আপনার RAM -এর অনেকটা জায়গা বেঁচে যাবে।
- Auto Update -কে অফ করে দিন। এই অটো আপডেট অন থাকলে আপনার ফোনের অনেক ডেটা নষ্ট হয়ে যাবে যা আপনার ফোনের গতি কমিয়ে দেবে।