ইন্টারনেটের গতি দুম করে কমে গেলে বিরক্তি আসা স্বাভাবিক বইকি! ইন্টারনেটের গতি শ্লথ হয়ে গেলে যেমন কাজে অসুবিধা হয় তেমনই বিনোদনের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। বিশেষ করে আপনি যদি অনলাইনে কনটেন্ট দেখছেন আর তখন খারাপ ইন্টারনেট স্পিড থাকে তখন বিরক্তি আসা স্বাভাবিক। এছাড়া অনলাইন লেনদেন করার সময়, কিংবা কাজের একদম পিক টাইমে এই সমস্যা দিলে মাথা খারাপ হয়ে যায়। তখন বারবার ফোন অন অফ করলেও বিশেষ সুবিধা হয় না। এমন সময় কী করবেন ভাবছেন? কী করলে ইন্টারনেটের গতি বাড়বে বুঝতে পারছেন না? তাহলে দেখে নিন সহজ কিছু সমাধান।