রাত পোহালেই বাঙালির দোল। আর পরদিন গোটা দেশ জুড়ে পালিত হবে হোলি। আপনারও নিশ্চয় এদিন ফাটিয়ে রং খেলার ইচ্ছে আছে। কিন্তু ভাবছেন স্মার্টফোন নিয়ে কী করবেন? কী করে আপনার মুঠোফোনকে বাঁচাবেন ভাবছেন? তাহলে দেখে নিন সহজ কিছু টিপস, যার সাহায্যে আপনি আপনার স্মার্টফোনকে জল, আবির দুইয়ের হাত থেকেই বাঁচাতে পারবেন।
আপনার মোবাইল ফোনটিকে এই দোলে একটি নতুন জামা থুড়ি কভার গিফট করুন। একটি ওয়াটারপ্রুফ কভার পরিয়ে দিন ফোনে। দেখুন রং খেলে ছবি তুলবেন না সেটা কি হয়? কিন্তু সেটার সময় যদি ফোনে রং ঢুকে যায়, বা জল পড়ে যায় তখন? অনেকেই অবশ্য সেটার হাত থেকে বাঁচতে ফোনে প্লাস্টিক পেঁচিয়ে রাখেন। কিন্তু সেটা বিশেষ কার্যকরী হয় না। তাই জল, আবির, রং সব কিছুর হাত থেকে ফোনকে বাঁচাতে আপনি এটিকে ওয়াটারপ্রুফ কভার পরিয়ে দিন। 100-150 টাকায় এটি পেয়ে যাবেন।
এছাড়া আপনি চাইলে গ্লাস ব্যাক কভার ব্যবহার করতে পারেন। এটি আপনার ফোনকে জল, আবির সহ সব কিছুর হাত থেকে বাঁচাবে। আপনি এই ধরনের কভার অনলাইন তো বটেই, অফলাইনে কিনতে পারবেন। সাধারণত এগুলোর দাম 300 থেকে 500 টাকার মধ্যে হয়ে থাকে।
একান্ত কিছু না পেলে কোনও মতে কাজ চালানোর জন্য প্লাস্টিক আপনাকে সাহায্য করতে পারে। তাই রং খেলতে গেলে আপনার ফোনটির জন্য সঙ্গে অবশ্যই একটি প্লাস্টিক রাখুন। এটি নানা উপকার করে।
1. সবার আগে ফোন সাইলেন্ট করুন। এবং বিশেষ খেয়াল দিন যাতে ফোনের স্পিকার খারাপ না হয়।
2. ফোন ব্যাগে রাখলে সেটাকে প্লাস্টিকে জড়িয়ে রাখুন অবশ্যই।
3. যদি পারেন এদিন ফোনে কোনও লক দেবেন না। এতে স্ক্রিনের ক্ষতি হতে পারে। একই সঙ্গে বায়োমেট্রিক তো দেবেনই না, কারণ আবির হাতে ফোন আনলক করতে সমস্যা হবে।
4. আর যদি কোনও কারণে ফোনে জল লেগে যায় দ্রুত হেয়ার ড্রায়ার দিয়ে সেটাকে শুকিয়ে নিন।