এভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে Notch সরাতে পারবেন

Updated on 17-Jul-2018
HIGHLIGHTS

এই ফিচারটি সরানোর জন্য আপনাকে নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আর তার পরে এটা সরাতে পারবেন

অ্যাপেল আইফোন X য়ের পরে স্মার্টফোনে নচ থাকাতা একটা ট্রেন্ড হয়ে গেছে। অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই এখন এই নচ দেখা যায়। আর আপনি যদি আপনারা যদি এই ফিচারটি পছন্দ না হয় আর আপনি এই নচ সারাতে চান তবে আজকে আমরা আপনাদের সেই উপায়ই বলব।

ভারতে এই সময়ে যত স্মার্টফোন আছে তাদের মাধ্যে হাই রেঞ্জ বা মিড রেঞ্জের স্মার্টফোনে নচ দেওয়া হচ্ছে। আর এই ফিচার সারানোর জন্য আপনাকে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আর তার পরেই আপনি আপনার ফোন থেকে নচ সরাতে পারবেন।

  • গুগল প্লে স্টোরে গিয়ে সার্জ করুন ‘Nacho Notc’ নামে আর এই অ্যাপটি ডাউনলোড করে নিন।
  • আর এবার নোটিফিকেশান প্যানেলের নীচে সোয়াইপ করে এর পরে এটি বাড়ানোর জন্য সোইয়াইপ করুন।
  • আর এর পরে ফেসিয়াল আইকনে ট্যাপ করুন আর Notch অ্যাপ কুইক সেটিংসে অ্যাড করুন।
  • ‘Nacho Notch’ টাইলে ট্যাপ করুন আর আপনি আপনারা স্মার্টফোনে নচ সরিয়ে দিন।
  • নচ ফিরিয়ে আনার জন্য আপনি অ্যাপ টাইটেলে আরও একবার ট্যাপ করুন।

তবে এই সময়ের ফোনে নচ থাকাটাই একটা ট্রেন্ড হয়ে উঠেছে। তবে তাও যদি আপনি ব্যাক্তিগত ভাবে এটি পছন্দ না করেন তা হলে এই উপায়ে তা সরিয়ে দিতে পারেন।

Connect On :