কি করে আধার কার্ড অনলাইনে রিপ্রিন্ট করবেন!!

কি করে আধার কার্ড অনলাইনে রিপ্রিন্ট করবেন!!
HIGHLIGHTS

আপনার আধার নাম্বার মনে থাকা দরকার

UIDAI য়ের সাইট থেকেই করা যায়

আমাদের যে সব দরকারি ডকুমেন্ট আছে সেই সব কিছুর মধ্যে অন্যতম হল আধার কার্ড। আর যদি কোন কারনে আপনার এই দরকারি ডকুমেন্ট হারিয়ে যায় তবে হয়রানির শেষ নেই। কারন আধার নাম্বার একবারই আপনার সব তথ্য নিয়ে তৈরি হয় যেমন আপনার PAN কার্ড ও একটি নাম্বারে একবারই তৈরি হয়।

কিন্তু কথা হল যে যদি আপনার আধার কার্ডটি হারিয়ে যায় তবে কি করবেন?? আমার নিজেরও একবার এই রকম হয়েছিল। প্রথমে চিন্তায় চিন্তিত হলেও উপয়া জানায় খুব একটা সমস্যায় পড়তে হয়নি, আপনাদেরও যাতে বেশি সমস্যায় না পড়তে হয় তাই আজকে আধার কার্ড হারালে আবার কি করে তা রি প্রিন্ট করতে পারবেন তা আমরা আজকে এখানে এই আর্টিকেলে আপনাদের জানাব। এর জন্য আপনাদের শুধু প্রিন্ট চার্জ দিতে হবে আর কোন খরচাও নেই। আর মনে রাখতে হবে যে আপনার আপনার আধার নাম্বারটি মনে রাখতে হবে।

এভাবে অনলাইনে আধার রি প্রিন্ট করুন

  • প্রথমে UIDAI য়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এখানে অর্ডার আধার রিপ্রিন্ট লিঙ্কে ক্লিক করুন
  • https://resident.uidai.gov.in/aadhaar-reprint
  • আর এবার এখানে নিজের আধার নাম্বার বা ভার্চুয়াল ID নাম্বার দিন।
  • আর এবার নিজের বক্সের সিকিউরিটি ক্যাপচা দিন।
  • এবার এখানে OTP বটনে ক্লিক করুন।

যে OTP আপনার ফোনে আসবে তা ঐ বক্সে এন্টার করুন।

OTP সাবমিট করার পরে নতুন পেজ খুলে যাবে এখানে নিজের রিপ্রিন্ট চার্জ জমা করার জন্য বলা হবে। আর এখানে পেমেন্ট ক্রেডিট, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং আর UPI য়ের মাধ্যমে তা করতে পারবেন।

পেমেন্ট করার পরে অ্যাকনলেকমেন্ট পেজ খুলে যাবে আর এখাএন আপনারা রেফারেন্স হিসাবে PDF ফর্ম সেভ করতে পারবেন। আর কার্ডের দেওয়া ঠিকানায় আধার পাঠানো হবে।

আর ইউনিক আইডিন্টিফিকেশান অথারিটি অফ ইন্ডিয়া অনুসারে নিজের আধার নাম্বার বা নিজের বিষয়ে কোন তথ্য এজেন্সির সঙ্গে শেয়ার করবেন না।

এর আগেই কিন্তু UIDAI জানিয়েছিল যে পেপার আধার কার্ডই যথেষ্ট স্মার্ট আধার কার্ড বা প্লাস্টিক আধার কার্ডের দরকার নেই।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo