এভাবে IRCTC তে নতুন অ্যাকাউন্ট বানান

Updated on 16-Aug-2018
HIGHLIGHTS

এই আর্টিকেলে আমরা আপনাদের কয়েকটি স্টেপের কথা বলব যা ফলো করে আপনারা IRCTC তে নতুন অ্যাকাউন্ট বানাতে পারবেন

ভারতীয় রেলের অনলাইন প্রসেস হল IRCTC। আর এর মাধ্যমে অনলাইনে টিকিট বুকিং করা যায়। আপনারা যদি বাড়িতে বসে নিজেদের ট্রেনের টিকিট বুক করতে চান তবে আপনাদের সবার আগে IRCTC তে নিজেদের অ্যাকাউন্ট বানাতে হবে। আর এই আর্টিকেলে আমরা আপনাদের এমন কিছু স্টেপের কথা বলব যার মাধ্যমে আপনারা IRCTC তে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

  • IRCTCতে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য IRCTC ওয়েবসাইটে জান।
  • সাইনআপ অপশানে গিয়ে রেজিস্ট্রেশান ফর্মে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর দিন।

  • ফর্ম ফিলআপ করার আগে আপনারা বয়স 15 বছরের বেশি হতে হবে।
  • নিজের বৈধ এখানে দিন আর রেজিস্ট্রেশানের সময়ে বৈধ মোবাইল নম্বর আর ইমেল আইডি দিন।
  • আর এবার নিজের মোবাইল নম্বর আর ইমেল আইডি ভেরিয়েফাই করুন। ইমেল আইডি আর মোবাইল নম্বর ভেরিয়েফাই হলে এর নিয়ম আর শর্ত ভাল করে দেখুন আর তা অ্যাক্টিভেট করুন। আর এভাবে IRCTC তে আপনার রেজিস্ট্রেশান হয়ে যাবে।
Connect On :