এভাবে অনলাইনে প্যান কার্ড বানান

Updated on 27-Nov-2018
HIGHLIGHTS

আপনার যদি অনলাইনে PAN কার্ড বানাতে চান আর তার পরে PAN কার্ড অ্যাপ্লিকেশান স্টেপ করতে চান তবে আপনারা তা কী করে করবেন, আজকে আমরা আমাদের এই আর্টিকেলে আপনাদের সেই বিষয়েই বলব

আপনারা যদি এখনও প্যান কার্ড না বানিয়ে থাকেন তবে এখনই মাত্র 110 টাকায় প্যান কার্ড বানাতে পারবেন। এমনিতে এখন প্যান কার্ড একটি অত্যন্ত দরকারি ডকুমেন্ট আর এখন সম্প্রতি প্যান কার্ডের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে প্যান কার্ড বানানো আরও বেশি দরকারি হয়ে পরেছে। আপনাদের বলে রাখি যে আপনারা অনলাইনে বাড়িতে বসেই মাত্র 110 টাকায় এই কার্ড বানাতে পারবেন। আর আপনারা এই কার্ড বানানোর 15-20 দিনের মধ্যে কার্ড বানাতে পারবেন।

অনলাইনে প্যান কার্ড বানানোর জন্য প্রথমে NSDL য়ের পোর্টালে গিয়ে www.tin-nsdl.com য়ে সার্ভিস অপশানে জান। আর সেখানে এই লিঙ্কটি https://www.onlineservices.nsdl.com/pamm/enduserRegisterContact.htm য়ে গিয়ে ক্লিক করুন। আর এখানে আপনার ব্যাক্তিগত তথ্য দিন যার মধ্যে নাম, মোবাইল নাম্বার, আইডি থাকবে আর এর পরে নিজের ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন। আর এবার এটি অনলাইনে জমা করুন।

আর এছাড়া অনলাইন প্যান কার্ড অ্যাপ্লাই করার আরও একটি অন্য উপায় আছে। এর জন্য আপনাদের www.incometacindia.gov.in ওয়েবসাইটে ক্লিক করুন। আর এবার সেখানে বাঁ দিকে ওপরের দিকে PAN অপশানে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন। আর সেখানে NSDL বা UTIITSL য়ের মাধ্যমে ফর্ম ভরুন  আর তা জমা করুন। আর এক্ষেত্রে আপনাদের মাত্র 99 টাকা দিতে হবে। আর সাইটে কোন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ত করতে পারেন। আর পেমেন্টে জাওয়র জন্য অ্যাপ্লিকেশান জমা দিন আর এর পরে অ্যাকনলেজমেন্ট ফর্মের প্রিন্টআউট নিন আর এর পরে নিজের ছবি লাগান আর সাইন করুন। আর এবার এর সঙ্গে বাকি সব দরকারি ডকুমেন্ট অ্যাটাচ করে কুরিয়ার বা স্পিড পোস্টের মাধ্যমে NSDL/UTIITSL য়ে পাঠিয়ে দিন। আর খেয়াল রাখতে হবে যে অনালিন অ্যাপ্লাই কারার 15 দিনের মধ্যে ডকুমেন্ট পৌঁছে যাবে।

আর এবার যদি নতুন প্যান কার্ড বানানোর বিষয়ে বলি তবে তার জন্য কোন দরকার ডকুমেন্ট লাগবে তাও আপনাদের জানিয়ে রাখি। এর জন্য আপনার কাছে অ্যাড্রেস প্রুফ আর সেলফ অ্যাটেস্টেড ছবির ফটো কপি লাগবে আর সম্প্রতিক 2টি কালার ছবি লাগবে। আর আইডি প্রুফ হিসাবে আপনি নিজের ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশান কার্ড, পাসপোর্ট, 10th য়ের সার্টিফিকেটের বা কোন বৈধ ডিগ্রি দিতে পারেন। আর বাচ্চাদের প্যান কার্ড বানাতে হলে বাবা মার দরকারি ডকুমেন্ট দিতে হবে।

অ্যাড্রেস প্রুফের জন্য ফোন বিল, ব্যাঙ্কের পাসবই, ইলেক্ট্রিক/জলের বিল, ক্রেডিট কার্ডের স্টেট্মেন্ট, এমপ্লয়েমেন্ট সার্টিফিকেট, ভোটার কার্ড দিতে পারেন। আর ফর্ম কমপ্লিট কারার আর সাবমিট করার পরে 15-20 দিনের মধ্যে আপনারা প্যান কার্ড স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে।

2017 সালের 1 জুলাই থেকে প্যান কার্ড ডিস্প্যাচ ফিস 110 টাকা। আর সেখানে বিদেশে কার্ড পাঠানোর মূল্য 1020 টাকা। আর ঠিকানা বদলাবার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে জাওয়ার জন্য আপনার প্যান নাম্বারে কোন পরিবর্তন হবেনা। আর ব্যাঙ্কিং ট্রাঞ্জাকশানের জন্য প্যান কার্ড বাধ্যতা মূলক।

NSDL য়ের মাধ্যমে এভাবে PAN কার্ডের অ্যাপ্লেকেশান স্ট্যাটাস অনলাইনে দেখুন

  1. প্রথমে NSDL PAN অ্যাপ্লিকেশান স্ট্যাটাস  ট্র্যাকিং য়ে জান।
  2. আর এবার আপনারা নিজের অ্যাপ্লিকেশান টাইপ সিলেক্ট ক্রুন-আপনারা এখানে যদি নিজের PAN কার্ড না থাকে তবে তা বদলাবার রিকুয়েস্ট করতে পারেন।
  3. এবার এখানে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার দিন, আর আপনি আপনার মেলে এটি পেতে পারেন।
  4. এখানে দেওয়া Captcha কোড এন্টার করুন।
  5. আর এবার আপনার এই সিস্টেম শেষ হলে সাবমিটে ক্লিক করুন।

আর এখানে আপনারা এরকম করলে নিজের PAN কার্ড অ্যাপ্লিকেশানের খবর সহজেই পাবেন।

 

UTITSL য়ের মাধ্যমে অনলাইনে PAN কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখুন

  1. এখানে প্রথমে আপনাদের UTITSL য়ের PAN কার্ড অ্যাপ্লেশান স্ট্যাটাস পেজে যেতে হবে।
  2. এবার আপনারা নিজের অ্যাপ্লিকেশান নম্বর দিন আর সি নম্বর তাই হতে হবে যা NSDL আপনাকে ইমেলে দিয়েছে, আর এখানে ইমেলের মাধ্যমেই এটি পাবেন।
  3. আরে এছাড়া আপনারা নিজেদের PAN কার্ড নম্বর এখানে দিতে পারেন।
  4. আর এবার আপনারা এখানে দেওয়া Captcha Code এন্টার করুন।
  5. আর এর পরে আপনারা এই সব কিছু হলে এটি সাবমিট করুন।

 

Connect On :