এভাবে অনলাইনে প্যানকার্ড ডাউনলোড করুন

এভাবে অনলাইনে প্যানকার্ড ডাউনলোড করুন
HIGHLIGHTS

আপনারা যদি অনলাইনে প্যান কার্ড অ্যাপলাই করে থাকেন আর আপনাদের হাতে এখনও সময় আছে কিন্তু আপনারা এখনও প্যান কার্ড না পেয়ে থাকেন তবে আপনারা অনলাইন থেকে নিজেদের প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন, আসুন দেখা যাক যে কি করে আপনারা নিজেদের প্যান কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন

আমরা আপনাদের আগে জানিয়েছি যে কী করে প্যানকার্ডের জন্য অ্যাপলাই করতে হয়। আর আজকে আমরা আপনাদের বলব যে কী করে অনলাইনে আপনারা নিজদের প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। সাধারনত প্যান কার্ড অনলাইনে বাড়িতে পোস্ট করে পাঠানো হয় তবে আপনারা যদি 15 দিনের মধ্যে নিজেদের প্যান কার্ড না পেয়ে থাকেন তবে আপনারা কিছু দিন অপেক্ষা করতেই পারেন তবে আপনারা সহজে নিজেদের প্যান কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।

আসুন দেখা যাক যে আপনার কী করে অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন?

আপনারা আপনাদের প্যান কার্ড NSDL আর UTIUISTL য়ের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আর আপনারা আপনাদের প্যান কার্ডের PDF সহজেই ডাউনলোড করতে পারবেন। আর আপনারা এই কাজ সোজাসুজি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে থাকা প্যান কার্ড সেবা মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।আর এই ভাবে আপনারা খুব সহজেইই নিজেদের প্যানকার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন।

আর এছাড়া আপনাদের বলে রাখি যে আপনি অন্য একটি উপায়েও এটি ডাউনলোড করতে পারবেন। আসলে অনেক সময়ে এমন হয় যে আমরা কোন এজেন্টের মাধ্যমে নিজদের প্যান কার্ড বানি আর এই জন্য তারা আমদের ইমেল আইডি না দিয়ে নিজেদের ইমেল আইডি দেয় আর তাই আমাদের কাছে কোন খবর আসেনা, আপনাদের বলে রাখি যে এবার আপনারা অনলাইনে প্যান কার্ডের জন্য অ্যাপলাই করলে আপনারা সেখানে ইমেল আইডি দিন আর আপনারা এমন করলে আপনার ইমেলের প্যান কার্ডে একটি কপি চলে আসবে, আর আপনারা এটিও ব্যাবহার করতে পারেন। আর এছাড়া ফিজিকাল প্যান কার্ডে আপনারা ভারতীয় ডাক বা অন্য কোন কুরিয়ারের মাধ্যমে কার্ড পাবেন।

আর যেমনটা ওপরে বলা হয়েছে তেমন হয়। এবার আপনারা যদি আপনাদের প্যান কার্ড ইমেলে চান তবে আপনাদের অনলাইনে প্যান কার্ড অ্যাপলাই করতে হবে আর সেখানে অ্যাপলাই করার সময়ে নিজেদের মেল আইডি দিতে হবে। আর এছাড়া আপনারা অন্য ভাবে নিজেদের প্যান কার্ড ডাউনলোড করতে চাইলে আপনারা প্যান কার্ড সেবা অ্যাপ প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ডাউনলোড করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo