HIGHLIGHTS
এই উপায় গুলির মাধ্যেম আপনারা সুরক্ষিত অনলাইন ট্র্যাঞ্জাংশান করতে পারবেন
এই সময়ে ইন্টারনেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সবার কাজ সহজ হয়ে গেচগে। আর আমরা যদি অনলাইন ট্র্যাঞ্জাংশানের বিষয়ে কথা বলি তবে এই ক্ষেত্রে কিছু সাইবার ক্রাইম অনেক সময়ে হয়ে থাকে।
আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের এমন কিছু উপায় বলব যার মাধ্যমে আপনারা অনলাইন ট্র্যাঞ্জাংশান সহজে আর সুরক্ষিত ভাবে করতে পারবেন।
- কখনো কোন ফাইনানশিয়াল ট্র্যাঞ্জাংসাণের সময়ে কোন সাইবার ক্যাফে, শেয়ার্ড কম্পিউটার বা পাব্লিক ওয়াই-ফাই ব্যাবহার করবেন না।
- সব সময়ে নিজের কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটোয়্যার ব্যাবহার করুন আর নিজের কম্পিউটার সব সময়ে অপারেটিং সিস্টেম আর সিকিউরিটি প্যাচের সঙ্গে আপডেট রাখুন।
- ব্যাঙ্ক, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ফাইনানশিয়াল ট্রাঞ্জাংশানের সময়ে পাসওয়ার্ড খেয়াল করে বাছুন। নিজের কাছের মানুষ, জন্ম তারিখ, বিবাহবার্ষিকি ইতাদি দিয়ে পাসওয়ার্ড রাখবেন না কারন এই ধরনের পাসওয়ার্ড সহজেই অনুমান করা যায়।
- সব সময়ে ইমেলের খেয়াল রাখুন জা আপনার গোপন ফাইনানশিয়াল খবর চাইবে। মনে রাখুন যে RBI, SBI ইত্যাদি পাসওয়ার্ড বা কোড নম্বর কখনওই চায় না।
- ইমেলের কোন লিঙ্কে ক্লিক করবেন না।
- কখনওই কোন অজানা ব্যাক্তির সোশাল মিডিয়াতে নিজের পাসওয়ার্ড শেয়ার করবেন না।
- সব সময়ে ব্যাঙ্কের ওয়েবসাইটে লগইন করে SSL ( সিকোয়্র সার্কিট লেয়ার)/https সুরক্ষা দেখুন।
- এভাবেই সেই সব সংকেতও দেখুন যা অনলাইন শপিং সাইট চেনে আর আপনার কার্ড নম্বর আর ব্যাক্তিগত খবর সুরক্ষিত রাখার জন্য SSL সুরক্ষা দেয়। ব্রাউজিং উইন্ডোতে প্যাডলক আইকন দেখে নিন।
- আপনার কার্ডের ভুল ব্যাবহার হলে সঙ্গে সঙ্গে নিজের কার্ড প্রোভাইডার বা ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।