এভাবে LPG (LPG) Indane, HP বা Bharat Gas য়ের সাবসিডি স্ট্যাটাস চেক করুন

Updated on 17-Dec-2018
HIGHLIGHTS

কীভাবে জানবেন আপনার LPG কানেকশানের সাবসিডি স্ট্যাটাস!

সরকার LPG (Indane, Bharat Gas, Hp gas) সিলিন্ডারের সাবসিডি দেয় যাতে প্রত্যকে বাড়িতে গ্যাসের কানেকশান থাকে আর সবাই সুবিধা পায়। সরকার LPG তে সব পরিষেবা অনলাইনেও দেয়। আর আপনারা এবার আপনাদের LPG গ্যাসের বিকিং থেকে শুরু করে বাকি সব কাজ www.mylpg.in য়ে গিয়ে করতে পারবেন। আর এর মাএ এই যে আপনারা আপনাদের ইন্ডেন আর ভারত আর HP গ্যাস অনলাইনে বুক করতে পারবেন আর এই বিষয়ে সব কিছু আপনারা অনলাইনেই জানতে পারবেন। আর আপনারা LPG সাবসিডির বিষয়েও অনলাইনে জানতে পারবেন। 

আমাদের সামনে অনেক সময়ে এমন অনেক সমস্যা আসে যেখানে গ্রাহকরা সাবসিডির টাকা পান না আর সেই টাকা গ্যাস কর্মচারীদের অ্যাকাউন্টে চলে জায়। আর এই জন্য আপনার অ্যাকাউন্টে যদি সাবসিডির টাকা না এসে থাকে তবে সেই স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। আপনারা খুব সহযে LPG সাবসিডি অনলাইনে দেখতে পারবেন। আর আপনারা যদি নতুন কানেকশান নিতে চান তবে তাও অনলাইনে অ্যাপলাই করতে পারবেন। আর এখানে আজকে আমরা সেই বিষয়েই জানব। 

কী করে নিজের LPG সাবসিডি স্ট্যাটাস জানবেন

আসুন আমরা আপনাদের বলব যে কী করে আপনারা অনলাইনে বাড়িতে বসে আপনাদের LPG সাবসিডির বিষয়ে জানতে পারবেন। 

  • অনলাইনে সাবসিডি স্ট্যাটাস দেখার জন্য আপনাদের সবার আগে www.mylpg.in সাইটে যেতে হবে। আর সেখানে 3টি গ্যাসের কোম্পানির নাম পাওয়া জাবে।আর আপনার গ্যাস যে কোম্পানির সেখানে ক্লিক করুন।
  • ক্লিক করার পরে নতুন পেজ খুলে যাবে আর সেখানে বেশ কিছু অপশান দেখা যাবে। আর এখানে অনলাইনে ফিডব্যাকের অপশানে ক্লিক করুন। আর এর পরে কাস্টামার কেয়ারের সিস্টেমের একটি পেজ খুলে যাবে।
  • আর এবার এখানে আপনাকে সব ডিটেল দিতে হবে। মানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর আর LPG আইডি।
  • আর এই আইডি দিলেই LPG যুক্ত সব খবর পাওয়া যাবে। আর যা সাবসিডি কবে ডেলিভারি হয়েছে আর কত টাকার সাবসিডির টাকা কবে আর কত অ্যামাউন্ট এসেছে সবই থাকবে।
  • আর এই সাবসিডি অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টের বদলে অন্য কোন অ্যাকাউন্টে এসেছে কিনা তা অনলাইনে কমপ্লেন করা যাবে।
  • অনলাইনে স্ট্যাটাস চেক আর কমপ্লেন করা ছাড়া আপনারা অফসালিনেও এই বিষয়ে খবর নিতে পারবেন।

আপনাদের LPG গ্যাস ডিস্ট্রিবিউটার সেন্টারে গিয়ে কনফার্ম হতে হবে যে তারা আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করেছে কিনা। আর কখনও কখনও ব্যাঙ্কের তরফেও কিছু অসুবিধা হয়ে থাকে। আর সেক্ষেত্রে ব্যাঙ্কে গিয়ে আপনারা LPG সাবসিডি ফর্ম ফিলআপ করুন। আর সেখানে থেকে ব্যাঙ্কে আপনারা অ্যাকাউন্ট ইনফরমেশানের সঙ্গে লিঙ্ক আছে কিনা তা দেখুন। আর এও হতে পারে যে ব্যাঙ্ক থেকে সাবসিডি ট্র্যান্সফার করা হলেও অ্যাকাউন্টে টাকা আসেনি। আর এক্ষেত্রে নিজের আধার কার্ড ব্যাঙ্কে জমা করুন।

আর এছারা যদি আপনার কাছে ইন্টারনেটের সুবিধা না থাকে তবে আপনি ব্যাঙ্ক বা ডিস্ট্রিবিউটার সেন্টার গিয়ে নিজের সময় নষ্ট করতে না চান তবে সব থেকে ভাল অপশান টোল ফ্রি নম্বর। আপনারা টোল ফ্রি নম্বর 18002333555 য়ে কল ক্রে কমপ্লেন রেজিস্টার করতে পারবেন। আর হ্যাঁ যদি আপনারা LPG সাবসিডি স্ক্রিনের বিষয়ে না জানা থাকে আর আপনি স্কিমের অন্তর্গত না হন তবে আপনি petroleum.nic.in ওয়েবসাইটে গিয়ে এই স্কিমের সঙ্গে যুক্ত হতে পারবেন।  

আধার কার্ডের মাধ্যমে এভাবে LPG সাবসিডি পান

এর জন্য আপনাদের সবার আগে আধার কার্ড ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করতে হবে আর এরকম না করলে আপনাদের ব্যাঙ্কে গিয়ে বা আপনারা অনলাইনেও এই কাজ করতে পারবেন এর জন্য আপনাদের ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। 

আর এর পড়ে আপনাদের LPG কানেকশান আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। আর এর জন্য আপনাদের কাছে দুটি জিনিস থাকা দরকার। এর জন্য আপনাদের কাছে ডিস্ট্রিবিউটারের নাম আর আপনারা 17 সংখ্যার LPG কঞ্জিউমার নম্বর থকাতে হবে। আর এর পরে আপনারা আপনাদের কানেকশান বুকলেটের আগে কপি করে রিভাইজ করতে হবে। আর আধার কার্ড থাকা দরকার। 

আধার কার্ড ছাড়া এভাবে LPG সাবসিডি পান

এর জন্য আপনাদের প্রথমে mylpg.in য়ে লগ ইন করতে হবে। 

আর এর পড়ে আপনাদের LPG সার্বিস প্রোভাইডার বাছতে হবে।

আর এবার আপনাদের ডিবিটিতে ক্লিক করতে হবে।

আর এবার আপনারা একটি অপশান দেখতে পারবেন ‘If you do not have Aadhaar Number Click here to join DBTL’  আর এখানে আপনাদের ক্লিক করতে হবে। 

সোর্সঃ

Connect On :