নিজের EPFO র UAN নাম্বার জানেন না, তবে এভাবে তা জানতে পারবেন
অনেকেই EPFO পান
আবার অনেকেই তাদ্র UAN নাম্বার জানেন না
কি করে তা পাবেন আজকে আপনাদের তাই জানাব
আমাদের অনেকেরই EPF অ্যাকাউন্ট আছে, এটি আসলে এমন একটি সেভিংস স্কিম যা প্রতি মাসে আপনার কিছু টাকা নির্দিষ্ট খাতে সেভ করে রাখে। আর এটি আসলে একটি লং টার্ম প্ল্যান যেখানে আপনার টাকা দীর্ঘ সময়ে থাকে আর আপনি আপনার দরকার মতন এখান থেকে খরচ করতে পারেন বা এটি লং টার্মে রেখে তা অন্য সময়ে কাজে আসতে পারে।
আর এই EPF য়ের একটি নির্দিষ্ট নাম্বার থাকে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার জন্য একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার থাকে তেমনি এতেও থাকে। আর এই নাম্বার থেকে আপনারা নিজের ব্যালেন্স ও অন্যান্য তথ্য জানতে পারবেন। আর একে বলা হয় UAN নাম্বার।
আর আপনি এই UAN নাম্বারের মাধ্যমে নিজের PF অ্যাকাউন্টের ব্যালেন্সও জানেত পারবেন। অনেক সময়ে আমরা আমাদের UAN নাম্বার জানিনা এরকম হয়ে থাকে। সাধারনত স্যালারি স্লিপে UAN নাম্বার লেখা থাকে। আর যদি তা না জানেন তবে কি করে EPF ব্যালেন্স চেক করবেন বা এই বিষয়ে আরও কিছু ডিটেল আমরা আজকে আপনাদের এখানে জানাব।
কি করে নিজের UAN নাম্বার খুঁজে পাবেন
- যদি কোন কারনে আপনার UAN নাম্বার আপনার জানা না থাকে বা কোন কারনে তা ভুলে গিয়ে থাকেন তবে চিন্তা নেই আপনি সহজেই অনলাইনে তা দেখতে পারবেন।
- প্রথমে আপনাদের EPFO র মেম্বার সার্ভিস পোর্টালে যেতে হবে
- এবার এখানে আপনারা নিচের দিকে এক কর্নাএর UAN সেটিংস অপশান পাবেন
- এখানে তিনটি আলাদা আলাদা অপশান পাওয়া যাবে
- আর এখানে প্রথমে আসবে ফাইন্ড ইউর UAN অপশান আর এবার এখানে নিজের PF মেবার ID দিয়ে তা খুজতে পারবেন
- আর এছাড়া নিজের আধার নাম্বার দিয়েও তা খুজতে পারবেন
- বা নিজের PAN নাম্বার দিয়েও তা খুজতে পারবেন
- আর এবার এই পেজে আপনাদের কিছু দরকার প্রশ্ন করা হবে সেই উত্তর আপনাদের দিতে হবে
- আর এবার এখানে আপনাদের নাম, ডেট অফ বার্থ, রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস জিজ্ঞেস করা হবে
- আর এবার এখানে আপনাদের ক্যাপচা দিতে হবে
- আর এবার এখানে অথরাইজড পিন দেওয়া হবে আর এর জন্য আপনাদের গেট পিন অপশানে ক্লিক করতে হবে
- আর এবার এই পেজে আই এগ্রিতে ক্লিক করতে হবে
- আর এবার এখানে একটি OTP আসবে
- আর এই OTP আপনাদের এখানে দিতে হবে
- আর এবার এই OTP ভ্যালিড হলে UAN পাবেন
- আর এবার নিজের UAN নাম্বার আপনি আপনার ফোনে পেয়ে যাবেন