4G নেটওয়ার্কের শক্তিশালী স্পিডের জন্য এভাবে মোবাইলে সেটিং করুন

Updated on 21-Dec-2018
HIGHLIGHTS

যদি আপনার কাছে 4G নেটওয়ার্ক আছে আর সেই নিয়ে আপনার সমস্যার শেষ না থাকে তবে আজকে আমরা আপনাদের জন্য এর একটি সমাধান নিয়ে এসেছি আর এবার এখানে আমরা আপনাদের বলব যে 4G নেটওয়ার্ক কী করে বাড়াতে পারবেন

এয়ারটেল, জিও বা ভোডাফোন আইডিয়ার মতন কোম্পানি গুলি নিজেদের ইউজার্সদের তাদের 4G নেটওয়ার্ক দেয়। আর এর সঙ্গে অ্যাডভান্স স্মার্টফোন আসার ফলে 4G ইউজারের সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। তাও অনেক সময়ে এমন হয় যে 4G নেটওয়ার্ক থাকলেও ইউজার্সরা 3G স্পিড পানে আর আমরা এতে বিরক্ত হই। কিছু ছোট ছোট বিষয়ে খেয়াল রেখে এই স্পিডে উন্নতি করা যেতে পারে। আর আসুন আজকে আমরা আপনাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কিছু বেসিক কিন্তু স্পেশাল সেটিংসের বিষয়ে বলি যা 4G নেটওয়ার্কের স্পিড বাড়াতে পারে।

এমন কিছু সেটিংস

  • আপনাদের স্মার্টফোনে ইন্টারনেট স্লো চললে সবার আগে ডিভাইসের সেটিংসে নেটওইয়ার্ক সেটিংয়ে জান আর ‘Preferred type on network’ য়ে গিয়ে 4G বা LTE সিলেক্ট করুন।
  • স্পিড ভাল করার জন্য সেকেন্ড অপশান হিসাবে নেটওয়ার্ক সেটিংসে ‘Access Point Network(APN)’ য়ের সেটিংসও চেক করতে পারে আর এরটি এই জন্য যাতে সেটিংস ডিফল্ট করে দেয়।
  • আর তৃতীয়ত এও করা যায় যে আপনি সোশাল মিডিয়া করা কমিয়ে দেন। আর এর মানে এই যে ফেসবুক, টুইটয়ার আর ইন্সটাগ্রামের মতন অ্যাপ নিজের নেটওয়ার্কের স্পিড কমিয়ে দেয়। আর এর সঙ্গে ডাটাও বেশি শেষ করে দেয়। আর এই সেটিংসে গিয়ে অটোপ্লে ভিডিও বন্ধ করে দিন।
  • আর এবার আপনার স্মার্টফোনে ব্রাউজার ডাটা সেভ মোড সেট করে নিন কারন এটিও আপনার ফোনের স্পিড কমার একটি কারন হতে পারে।
Connect On :