NEFT, RTGS আর IMPS কী আর কী করে তা করবেন

NEFT, RTGS আর IMPS কী আর কী করে তা করবেন
HIGHLIGHTS

RTGS, NEFT আর IMPS আলাদা আলাদা অনলাইন ফান্ড ট্রান্সফারের মাধ্যম

এদের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে

আমরা আজকাল আমাদের স্মার্টফোন বা ডেক্সটপ  দিয়ে অনেক কিছুই করে থাকি, আর সেই অনেক কিছুর মধ্যে বেশ কিছু দরকারি কাজও করে থাকি। এই দরকারি কাজের মধ্যে অবশ্যই প্রথম দিকে থাকবে ফোন ব্যাঙ্ক ট্র্যাঞ্জাক্সানের নাম। হ্যাঁ মানে সোজা আর এক কথায় বলতে গেলে আমরা এখন এখানে আপনাদের এই বিষয়েই বলব।

আমরা জারা অনলাইন ট্র্যাঞ্জাকশান করে থাকি তাদের কাছে কিছু শব্দ বেশ পরিচিতি সেগুলি হল-  NEFT, RTGS আর IMPS। আর এই টার্ম গুলি আমাদের কাছে যতটা পরিচিত এদের বিষয়ে ডিটেলে হয়ত আমরা অনেকেই সেভাবে জানিনা। আর আজকে আমরা এই আর্টিকেলে আপনাদের বলব যে এ গুলি কি আর কি করে এই সব কাজ করা যায়।

আমরা জানি যে আপনাদের মধ্যে অনেকেই এগুলি কি করে করে মানে, কি করে এই গুলি প্রসেস হয় বা করতে হয় তা জানেন, তাও এমন অনেকেই আছেন যারা হয়ত সেভাবে এই সব জানেন না। আর তাই আজকে আমরা এই আর্টিকেলে আপনাদের এই বিষয়ে বলব। আসুন প্রথমে দেখা যাক যে এগুলি আসলে কি।

NEFT, RTGS আর IMPS কি

আমরা প্রথমে দেখে নি যে এই জিনিস গুলি আদতে কি? প্রথমেই আমরা NEEFT র বিষয়ে বলি। প্রথমেই আপনাদের বলে রাখি যে এর ফুল ফর্ম হল National Electronic Funds Transfer। এই মাধ্যমে আপনারা যে কোন অ্যামাউন্ট যাকে টাকা পাঠাতে চান তাকে ওয়ান-ওন-ওয়ান বেসিসে ট্র্যান্সফার করতে পারেবন। NEFT ট্রান্সফারে ফান্ড মানে টাকার কোন ম্যাক্সিমাম লিমিট নেই আর এই মাধ্যমে টাকা পাঠালে আপনি যে দিন টাকা পাঠাচ্ছেন সেই দিনই টাকা যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছেন সেখানে চলে যাবে।

RTGS কি

প্রথমেই আমরা এর ফুল ফর্ম আপনাদের বলে রাখি এর ফুল ফর্ম হল Real Time Gross Settlement। সাধারনত ব্যাবসায়ীরা এই RTGS ব্যাবহার করেন। এই ব্যাবস্থার একটি অ্যাডভান্টেজ হল এটি যে সময়ে টাকা ট্র্যান্সাফার করা হচ্ছে সেই সময়ে সঙ্গে সঙ্গে হয়ে যায়। মানে এর জন্য আপনাদের কয়েক ঘন্টার জন্যও অপেক্ষা করতে হবে না।

IMPS কি

এবার যদি আমরা IMPS য়ের বিষয়ে বলি তবে এটি আরও একটি রিয়েলটাইম পেমেন্ট পরিষেবা তবে এই পরিষেবা 24×7 মানে সব সময়েই করা যায়। তবে এক্ষেত্রে টাকার একটি লিমিট আছে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মিনিমাম 2 লাখ আর ব্যাক্তি গতভাবে 2.5 থেকে 15 টাকা।

ডিজিটাল ওয়ালেট IMPS য়ের একটি বড় উদাহরন।

এতক্ষন আমরা আপনাদের বলছিলাম যে এই গুলি আসলে কি। আর এবার আমরা আপনাদের বলব যে কি করে NEFT, RTGS আর IMPS কি করে করবেন তা আপনাদের জানাব।

NEFT, RTGS আর IMPS করার উপায়

NEFT করার নিয়ম আর উপায়

NEFT র একটি টাইম স্লট আছে আর কোন টাইম স্লটে আপনি টাকা পাঠাচ্ছেন তা দেখার। কারন প্রতি দুঘন্টায় এই টাকা পাঠানো হয়। আর 8a.m থেকে 7.p.m য়ের মধ্যে মোট 12টি ব্যাচ থাকে। আর 8a.m থেকে 1p.m পর্যন্ত6টি ব্যাচ থাকে। এটি রবিবার বা ব্যাঙ্কের ছুটির দিনে করা যায় না। এর জন্য প্রথমে আপনাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনলাইন ট্র্যাঞ্জাকশানের অনুমতি নিতে হবে. আর এই অনুমতি অবশ্যইউ বাধ্যতামূলক। তবে এও বলে রাখি যে এর জন্য একটি ফর্ম ফিলআপই করে থাকতে হয়।

যাক আবার আগের কথায় ফিরে আসা যাক। এই NEFT আপনি যবে করবেন তার পরে একটি ওয়ার্কিংডের মধ্যে প্রসেস হয়ে যাবে।

এই NEFT র মাধ্যমে আপনারা ভারতের যে কোন জায়গার ব্যাঙ্কে টাকা পাঠাতে পারেন। এর জন্য আপনাদের নেট ব্যাঙ্কিং পোর্টালে যেতে হবে আর সেখানে বেনিফিসারি ডিটেল দিতে হবে। আর এই ডিটেলে নাম, অ্যাকাউন্ট নাম্বার কোন ধ নের অ্যাকাউন্ট টাইপ আর IFSC কোড ব্যাবহার করতে হবে। আর এর পরে অ্যাড নিউ পেই সেকশানে জেতে হবে। আর এসবের পরে আপনারা যে অ্যামাউন্ট দিতে চান তা দেওয়ার পরে প্রসেস কমপ্লিট হবে।

RTGS য়ের নিয়ম ও কি করে করে

RTGS য়ের টাইমিংয়ের জন্য প্রত্যেক ব্যাঙ্কের আর ব্রাঞ্চের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড টাইমিং আছে। তবে সাধারনত তা ইউকডের জন্য 9a.m থেকে 4.30 p.m আর সপ্তাহান্তের জন্য 9a.m থেকে 2p.m পর্যন্ত হয়।

এবার আমরা এই RTGS য়ের ট্রাঞ্জাঙ্কসান লিমিট আর এর সময়সীমা নিয়ে কথা বলব। এখানে মিনিমাম লিমিট হল 2 লাখ টাকা আর সে অর্থে কোন ম্যাক্সিমাম লিমিট নেয়। আর এই ট্র্যাঞ্জাক্সানের জন্য একটু বেশি মুল্য দিতে হয় প্রতি ট্রাঞ্জাঙ্কসান 30-50 টাকা।

RTGS এনেবেল অ্যাকাউন্টের জন্য আপনাদের ব্যাঙ্কের সঙ্গে কথা বলে এর জন্য আপনি এলিজেবেল কিনা তা অনলাইন ব্যাঙ্কিং পোর্টালেও দেখে নিতে হবে। আর যদি আপনি RTGS ফান্ড ট্র্যান্সফার করেন তবে নিশ্চিত হতে হবে যে দু ক্ষেত্রেই আপনি RTGS এনেবেল রিসিপিট পাবেন।

RTGS ফান্ড ট্র্যান্সফারের জন্য আপনাকে নিজের ব্যাঙ্কিং পোর্টাল থেকে লগ ইন করতে হবে আর সেখাএন বেনিফিসারি ও অন্যান্য ডিটেলে নাম, ব্যাঙ্ক ডিটেল অ্যাকাউন্ট টাইপ এই সব দিতে হবে আর সঙ্গে অবশ্যই লাগবে IFSC কোড। আর এখানও টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে এই প্রসেস শেষ হবে।

IMPS য়ের নিয়ম আর উপায়

আপনি যদি IMPS য়ের মাধ্যমে ট্রাঞ্জাঙ্কসান করতে পারেন তবে প্রথমে আপনাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য রেজিস্টার্ড করতে হবে আর সেখানে মোবাইল মানি ইডেন্টিফায়ার (MMIBD) আর MPIN দিতে হবে। আর আপনাদের এও নিশ্চিত থাকতে হবে যে আপনি যে অ্যাকাউন্টে এই টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টেও MMID আর MPIN থাকা দরকার।

আপনি রেজিস্টার্ড হয়ে গেলে এবার নেট ব্যাঙ্কিংয়ের জন্য লগ ইন করুন আর সেখানে IMPS সিলেক্ট করুন টাকা ট্র্যান্সফারেরর মোড হিসাবে। আর সেখানে আপননাকে ডিটেলে মোবাইল নাম্বার, রিসিপিন্টের MMID আর অ্যামাউন্ট দিতে হবে আর সঙ্গে নিজের MPIN । আর এই সব কিছু হয়ে গেলে আপনারা একটি SMS য়ের মাধ্যমে কনফার্মেশান পাবেন।

এই তিনটি মোডের ফ্যাক্ট

  • সময়ঃ সব কটি ট্রাঞ্জাংসানের জন্য তার সময় প্রতি ব্যাঙ্কের আলাদা। NEFT আর RTGS সপ্তাহান্তে বা ব্যাঙ্কের ছুটির সময়ে  করা যায় না। আর সেখানে IMPS সব সময়ে করা যায়। আর NEFT হল টাইম ব্যাচ নির্ভর ফান্ড ট্রান্সফার আর সেখাএন RTGS আর IMPS হল রিয়েল টাইম মোড।
  • ট্র্যাঞ্জাংসান লিমিটঃ এখানেও এদের মধ্যে বড় রকমের পার্থক্য দেখা যায়। NEFT আর IMPS য়ে মিনিমাম ভ্যালু আছে আর সেখাএন RTGS য়ের ক্ষেত্রে কম করে 2 লাখ টাকার ট্র্যাঞ্জাংসান বাধ্যতামূলক। আর প্রতি মোডের আলাদা আলাদা ম্যাক্সিমাম লিমিট আছে।
  • সার্ভিস ফিঃ এই তিনটি মোডের চার্জে পার্থক্য আছে। RTGS বেশি খরচ সাপেক্ষ আর সেখানে NEFT আর IMPS কম।
  • ট্রাঞ্জাংসান স্পিডঃ NEFT র ফিক্সড টাইম স্লট আছে আর সেখানে RTGS আর IMPS ট্র্যাঞ্জাংসানের রিয়েল টাইমে সাধারনত 30 মিনিটের মধ্যে টাকা ট্র্যান্সফার হয়ে যায়।

তবে আমরা আপনাদের এও বলব যে এই ট্রাঞ্জাংসান করার আগে আপনারা এই বিষয়ে ব্যাঙ্কের যদি কোন গাইড লাইন থাকে তবে তা ভাল করে পড়ে আর বুঝে নিন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo