GSTR9 কি আর কি করে এটি করতে হয়?

GSTR9 কি আর কি করে এটি করতে হয়?
HIGHLIGHTS

এটি সহজে অনলাইনে করা যায়

রিটার্ন দেওয়ার সময়ে এটি দেওয়ার বাধ্যতামূলক

GST রিটার্ন করার দরকারি প্রক্রিয়া হল GSTR9

2017 সালের 1 জুলাই ভারতে GST পরিষেবা শুরু হয়। আর এর মাধ্যমে ট্যাক্সিং প্রসেস আলাদা করে ভাল করার চেস্টা করা হয়,। তবে এখনও অনেকে GST রিটার্ন ফাইল করার প্রক্রিয়া সঠিক ভাবে জানেন না।

খুব সহজেই GST অনলাইনে করা যায়। আর রিটার্ন করার সময়ে বিশেষ কোন ফানাইন্সিয়াল ইয়ারের লেনদেন সব বিষয়ে ব্যাবহার করা অনিবার্য হয়। আর GST রিটার্নে সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া GSTR9। আর আজকে এখানে আমরা আপনাদের এই GSTR9 য়ের বিষয়ে বলব যে কি করে তা ফাইল করা যায়।

এই GSTR9 কি?

  • GSTR9 একটি ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট যা ব্যাবসায়ীদের জন্য অনিবার্য আর যা GST কে রেজিস্টার্ড করে। আর এই ডকুমেন্টে আপনাদের সেই বছরের লেনদেনের ডিটেল দিতে হবে। আসুন এখানে ঠিক কি ডিটেল দিতে হবে তা দেখা যাক।
  • ব্যাবসার ডিটেল
  • বার্ষিক আয়
  • কোন ডিস্কাউন্ট আছে কিনা
  • ইনপুট ট্যাক্স ক্রেডিট ডিটেল
  • কি করে রিফান্ড দাবি করবে
  • GSTR9 য়ে আপনারা আপনাদের ব্যাবসার ভিত্তিতে GSTR9 রিটার্ন দিতে পারবেন।
  • GSTR9 রেজিস্টার করার  সময়ে GSTR 3B আর GSTR 1 দিতে হয়।
  • GSTR 9A- GST য়ের পরিকল্পনায় রেজিস্টার্ড পরিকল্পনা করার ফর্ম জমা করতে হবে।
  • GSTR 9B- ফর্মে ই কমার্স ব্যাবসায়ীরা ফিল করতে হবে আর সেখানে তাদের সেই ফিনান্সিয়াল ইয়ারে GSTR 8 করা হয়েছে। আর এই জন্য এটি জমা করতে হবে।
  • GSTR 9C – সেই জন্য যা বার্ষিক ব্যাবসায়ে অডিট করতে হবে,। আর এই ফর্মের সঙ্গে সেই সব ডিটেল দিতে হবে যা দেরি করেছে তাদের বেশি টাকা দিতে হবে।

কি করে GSTR9 দেবেন?

  • প্রথমে Gst.gov.in য়ে গিয়ে নিজের ডিটেল দিয়ে লগ ইন করুন। রিটার্ন ড্যাশবোর্ডে অ্যানুয়াল রিটার্নে ক্লিক করুন।
  • এখানে ফাইনাল বছরের রিতার্নে সেই ফাইনান্সিয়াল ইয়ারের প্রিপেয়ার অনলাইনে ক্লিক করুন।
  • এখানে না হলে আপনাদের GSTR-9  ইয়ারলি রিটার্ন পেজে যেতে হবে।
  • তিনটি ফাইল ডাউলোড করে GSTR-9  সিস্টেম কম্পিউটেড , GSTR-3 B আর GSTR -1 য়ে যান।
  • আর এখানে আপনাদের 4N, 5M, 7I, 6 (O), 8A, 9, 10, 11, 12, 13, 15, 16, 17 আর 18 তালিকা গুলি ফিল করতে হবে।
  • এখানে আপনাদের সবার আগে ওপরে ক্লিক করে GSTR 1 আর GSTR 3বির বিবরন দিতে হবে।
  • বিবরণে এখানে ক্লিক করতে হবে।
  • GSTR 9 ফর্ম ড্রাফটে গিয়ে বিবরন দেখতে হবে। আর এখানে এর পরে Compute Liabilities য়ে ক্লিক করুন।‘
  • আর এখানে আপনার কাছে যদি কোন আগে রট্যাক্স না থাকে তবে এখানে সেই বিষয়ে জানিয়ে প্রিক্রিয়া করা হবে।
  • আর এর পরে এখানে বক্সে সঠিক জায়গায় টিক দিতে হবে
  • আর এবার আপনাদের GSTR 9 য়ে ক্লিক করতে হবে।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo