Unique Identification Authority of India -এর তরফে জানানো হয়েছে এখন Aadhaar Card যে কোনও সমস্যা থাকলে এবং সেটা বদল করে আপডেট করলে চাইলে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। তবে এই সুবিধা কিন্তু আজীবন পাবেন এমনটা নয়। কেবলমাত্র আগামী 3 মাসের জন্য এই সুবিধা দিতে চলেছে সরকার। ভারতীয় নাগরিকরা এই সময় তাদের সব তথ্য আধারে আপডেট করিয়ে নিতে পারবেন সে ফোন নম্বর হোক বা ঠিকানা, যাবতীয় কিছু পাল্টানো যাবে।
যে কাজ বা তথ্য আপডেটের জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হয় সেখানে গেলেই এখন টাকা দিতে লাগে। 30 থেকে 50, কখনও আবার 100 টাকাও জন প্রতি খরচ হয়ে যায়। কিন্তু এই আগামী তিন মাস আর কোনও টাকাই লাগবে না। ফলে বিনামূল্যে আধার আপডেট করার এই সুযোগ মোটেই হাত হাতছাড়া করতে যাবেন না। এখন আধার সেবা কেন্দ্রে গেলে 50 টাকার বিনিময়ে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ আইডেন্টিটি বদলানো যায়। আপনার আধার কার্ড যদি অনেক পুরনো হয়ে থাকে এই বদলগুলো করিয়ে নেওয়ার আসু প্রয়োজন আছে।
তবে প্রুফ অফ অ্যাড্রেস, বা আইডেন্টিটি আপডেট করা যেমন বাধ্যতামূলক করা হয়েছে, তেমন ভাবে কিন্তু ডেমোগ্রাফিক ডিটেল আপডেট করা নিয়ে কোনও জোর দেওয়া হয়নি। তবে এটাও বা ফেলে রাখবেন কেন? সহজেই যখন কাজ হয়ে যেতে পারে তখন করিয়েই নেওয়াই ভাল। UIDAI -এর তরফে এক ডেমোগ্রাফিক ডিটেল আপডেট করার বিষয়ে বলা হয়েছে উন্নত জীবনযাত্রা এবং উন্নত পরিষেবা দেওয়ার যে সাকসেস রেট সেটা বাড়াতে সাহায্য করে।
আপনি যদি অনলাইনে আপনার ডেমোগ্রাফিক ডিটেল আপডেট করাতে চান তাহলে আপনাকে যেতে হবে UIDAI -এর ওয়েবসাইটে।
এখানে যাওয়ার পর দেখুন সেলফ সার্ভিস পোর্টাল আছে সেখানে যান।
এখানে এখানে আপনার আধার নম্বর সহ OTP দিয়ে দিন। এবং লগইন করুন।
এবার দেখুন ডকুমেন্ট আপডেট অপশন আছে। এখানে ক্লিক করুন।
এখান থেকে আপনি জেনে যেতে পারবেন যে আপনার আধার কার্ডে কোন কোন তথ্য আছে। এবার এটাকে ভেরিফাই করতে চাইলে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার যে অরিজিন্যাল ডকুমেন্ট আছে সেগুলো স্ক্যান করে কপি হিসেবে আপলোড করুন।
এবার গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার যে সার্ভিস রিকোয়েস্ট নম্বর আছে সেট কোথাও টুকে নিন। এরপর এই নম্বরের ভিত্তিতে ট্র্যাক করতে থাকুন যে আপনার আধার কার্ড আপডেট হল কিনা, হলে কতদূর।
এই ডেমোগ্রাফিক ডিটেল বদলের জন্যও যদি আপনি আধার সেবা কেন্দ্রে যেতে চান তাহলে সেখানে 50 টাকা দিতে হয়। কিন্তু এখন 14 জুন পর্যন্ত আর কোনও টাকা লাগবে না। বিনামূল্যে কাজ হবে আপনার। UIDAI -এর তরফে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ভারতীয় পরিবারগুলোকে অনেক সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে এও আশা করা হচ্ছে যে অথেটিকেশনের দিক দিয়েও সাকসেস রেট অনেকটাই বেড়ে যাবে।