আপনার PAN Card-এ ফটো আপডেট করতে চান? জানুন কীভাবে
By
Digit Bangla |
Updated on 20-Nov-2021
HIGHLIGHTS
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সরকারি এবং বেসরকারী চাকরি, সবক্ষেত্রেই এখন প্যানকার্ডের দরকার পড়ে
প্যান কার্ডের (PAN Card) ফটোগ্রাফ বা সিগনেচারে ভুল থাকলে তা সংশোধন করা যায় মিনিটের মধ্যেই
তার জন্য ভিজিট করতে হবে NSDL অফিসিয়াল সাইটে
যে কোনো ভারতীয় নাগরিকের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল প্যান কার্ড (PAN Card)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সরকারি এবং বেসরকারী চাকরি, সবক্ষেত্রেই প্যানকার্ডের দরকার পড়ে। মূলত Permanent Account Number বা PAN হল একটি দশ ডিজিটের নাম্বার যা কোনো ব্যাক্তির বিভিন্ন ফাইন্যান্সিয়াল কাজকর্মের সরকারি রেকর্ড রাখতে ব্যবহৃত হয়। তাই প্যান কার্ডে থাকা ফটোগ্রাফ, সিগনেচার এবং অন্যান্য ইনফরমেশন নির্ভুল হওয়া অত্যন্ত জরুরি। কোনো লোন বা ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্যান কার্ডের ফটোগ্রাফ এবং সিগনেচার যথার্থ হওয়া দরকার।
তবে আপনার যদি কোনো কারণে মনে হয়ে থাকে যে প্যানকার্ডে আপনার যে ফটোগ্রাফ বা সিগনেচার রয়েছে তাতে কোনো ভুল আছে, তাহলে আপনি মিনিটের মধ্যেই এই বিষয়গুলিকে ঠিক করে নিতে পারেন।
PAN Card-এ ফটোগ্রাফ বা সিগনেচার আপডেট করবেন কীভাবে-
- সবার প্রথমে আপনাকে NSDL অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে।
- এরপর অ্যাপ্লিকেশন টাইপ অপশনে ক্লিক করে “PAN Data” অপশনের ক্ষেত্রে চেঞ্জ বা কারেকশন অপশনটি সিলেক্ট করতে হবে।
- এরপর ক্যাটেগরি মেনু থেকে “Individual “ অপশন বেছে নিতে হবে।
- তারপর যে সমস্ত ইনফরমেশন চাওয়া হবে সমস্তটা ইনপুট করতে হবে।
- এরপর “PAN application” অপশনে গিয়ে “KYC” সিলেক্ট করতে হবে।
- যার ফলে “Photo Mismatch” এবং “Signature Mismatch” নামে দুটি অপশন চোখে পড়বে।
- প্যান কার্ডের ফটো বদলাতে হলে “Photo Mismatch” অপশন সিলেক্ট করতে হবে।
- সমস্ত ডিটেলস ইনপুট করার নেক্সট বাটনে ট্যাপ করতে হবে।
- ডিটেলস ইনপুট করার সাথে সাথে প্যান কার্ড হোল্ডারকে আইডেন্টিটি প্রুফ,বার্থ সার্টিফিকেট এবং অ্যাড্রেস প্রুফ অ্যাটাচ করতে হবে।
- এর ফলে একটি ডিক্লেরেশন বক্স আসবে, তাতে ক্লিক করে সাবমিট বাটনে ট্যাপ করতে হবে।
- ফটোগ্রাফ এবং সিগনেচার আপডেটের জন্য NSDL- র তরফে ভারতীয় নাগরিকদের জন্য 101 টাকা ধার্য করা হয়েছে।
- ভারতের বাইরে রয়েছেন এমন নাগরিকদের প্যান কার্ডে ফটো এবং সিগনেচার আপডেট করতে 1011 টাকা খরচ করতে হয়।
- পুরো প্রসেস শেষ হবার পর একটি 15 ডিজিটের অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হয়।
- এরপর পুরো অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটের একটা কপি “Tax PAN Service” ইউনিটকে পাঠাতে হয়।
- ইউজার নিজের প্যান কার্ডের সংশোধিত অ্যাপ্লিকেশনকে আবেদনকারী অ্যাকনলেজমেন্ট নাম্বারের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন।