আপনি কি জানেন আপনার কয়েকটা ছোট্ট ভুলের কারণে আপনার মোবাইলে থেকে চুরি হয়ে যেতে পারে পারসোনাল ডেটা। আজকাল ফোন থেকে ইউজারের অজান্তে ফটো, ভিডিও চুরি হয়ে যাবার ঘটনা হামেশাই ঘটছে। বহু মানুষ এমন ঘটনার শিকার হচ্ছে, থানায় রিপোর্ট লেখাচ্ছে। আপনি কি জানেন আপনি একটু সতর্ক থাকলে এড়িয়ে যেতে পারবেন এই ধরনের ঘটনা। কীভাবে? জেনে নিন তাহলে-
কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে প্লে-স্টোর থেকে করুন। আইফোন হলে অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাপ স্টোরকে বেছে নিন। তবে কোনো থার্ড পার্টি সোর্স থেকে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে যাওয়াই ভালো।
হোম স্ক্রিন হোক বা অ্যাপলক , ফিঙ্গার প্রিন্ট বা ফোর ডিজিট পিনকে পাসওয়ার্ড হিসেবে সেভ করা থেকে বিরত থাকুন। সংখ্যা এবং নাম্বার মিশিয়ে পাসওয়ার্ড সেভ করুন। এমন করলে আপনার ডিভাইস আরও বেশি সিকিওর থাকবে।
প্রতিটি অ্যাপই কোনো ইউজারের ফোনে কাজ শুরু করার আগে কিছু অনুমতি চায়। যা “Terms and Permissions”-এর একটা বড় লিস্ট নিয়ে আসে। তাই অ্যাপের পারমিশন দেবার ক্ষেত্রে ভেবে চিন্তে কাজ করবেন। অ্যাপ কোন কোন বিষয়ের অ্যাক্সেস চাইছে তা দেখে নেবেন। অ্যাপের কাজের সাথে বিষয়টি যদি না মেলে তবে পারমিশন অ্যাক্সেস এড়িয়ে যাবেন।
বিভিন্ন ওয়েবসাইটে একাধিক অ্যাপের বেশ কিছু অভিনব ফিচার নিয়ে তৈরি APK ফাইলের অস্তিত্ব চোখে পড়ে। এই ধরনের ফাইল ব্যবহার করবেন না। এই সমস্ত ফাইল আপনার ফোনে ঢুকে পড়ে আপনার অজান্তেই অনেক তথ্য চুরি করে নিতে পারে। কিছু কিছু ব্যান হয়ে যাওয়া অ্যাপেরও APK ফাইল পাওয়া সম্ভব। তাই যে সমস্ত অ্যাপ ডাউনলোড করার দরকার, তা প্লে-স্টোর থেকেই করবেন।