ফাইন্যান্সিয়াল লেনদেন এবং কর ফাঁকি দেওয়া আটকাতে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের তরফে ভারতীয় নাগরিকদের শেষবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে যাতে তাঁরা Pan কার্ডের সঙ্গে তাদের Aadhaar কার্ড লিংক করিয়ে নিতে পারেন। মার্চের 31 তারিখের মধ্যেই এই কাজ শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার। না হলে 1,000 টাকা করে পেনাল্টি দিতে হবে। শুধু তাই নয়, উল্লিখিত দিনের মধ্যে যদি Pan এবং Aadhaar কার্ড না লিংক করান তাহলে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ফলে আপনি তখন চাইলেও আর কোনো ফাইন্যান্সিয়াল লেনদেন করতে পারবেন না।
কেবল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স নয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবির তরফেও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই দুই কার্ড লিংক না করালে নাগরিকরা আর NSE বা BSE -এর মতো মার্কেটে কোনও লেনদেন করতে পারবেন না। আপনি যদি এখনও এই কাজ না করিয়ে থাকেন তাহলে দ্রুত করে ফেলুন।
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে Aadhaar এবং Pan কার্ড লিংক করাকে বাধ্যতামূলক করা হয়েছে। আইটি ডিপার্টমেন্টের তরফে দেখা গিয়েছে এক ব্যক্তির একাধিক প্যান কার্ড আছে, বা এক প্যান নম্বর একাধিক ব্যক্তির কাছে আছে। এর ফলে কর আদায় করতে গিয়ে তাঁরা সমস্যায় পড়ে যাচ্ছেন। তাই প্যান কার্ডের ডুপ্লিকেশন আটকানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Pan Aadhaar লিংক করার পর থেকে সরকারের সুবিধা হবে কর প্রদানকারীদের চিহ্নিত করতে। একই সঙ্গে কর ফাঁকি দেওয়া আটকানো যাবে বলে মনে করা হচ্ছে। কারণ Aadhaar কার্ডে প্রতিটি ভারতীয় নাগরিকের যাবতীয় তথ্য থাকে তাঁর বায়োমেট্রিক সহ। একই সঙ্গে এই Pan Aadhaar লিংক হয়ে গেলে আর কেউ ডুপ্লিকেট প্যান কার্ড বানাতে পারবেন না। ফলে ট্যাক্স সিস্টেম আরও শক্তিশালী হয়ে উঠবে।
মার্চ 2022 -এ বলা হয়েছিল প্রতিটি ভারতীয় নাগরিককে এই কাজ করতে হবে। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের তরফে এই মর্মে তখন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বলা হয়েছিল যাঁরা 2017 সালের জুলাই মাসের 1 তারিখের আগে প্যানের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাঁদের এই কাজ সেরে ফেলতে হবে। 2023 এর মার্চ 31 তারিখের মধ্যে এই লিংক করতে হবে। নইলে প্যান কার্ড আর কাজ করবে না।
যাঁদের বয়স ৮০ -এর বেশি, ভারতীয় নাগরিক নন যাঁরা, তাঁদের এই Pan Aadhaar লিংক করাতে হবে না।
31 মার্চের মধ্যে Pan কার্ডের সঙ্গে Aadhaar Card লিংক করিয়ে ফেলতে হবে। নইলে এরপর পেনাল্টি দিতে হবে। পেনাল্টি হিসেবে 1,000 টাকা করে দিতে হবে 31 মার্চের পর। আর যদি এই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে না করা হয় তখন আপনার প্যান কার্ড আর কাজ করবে না। যেমন ITR ফাইলিং, ITR রিটার্ন ইত্যাদিতে কাজে লাগবে না আর আপনার প্যান কার্ড।
1. সবার আগে আপনাকে ইনকাম ট্যাক্স e-filing পোর্টাল আছে যেটা অর্থাৎ incometaxindiaefilling.gov.in বলে সেখানে যেতে হবে।
2. এবার লিংক আধার অপশনে ক্লিক করুন।
3. এবার আপনার Pan নম্বর, Aadhaar নম্বর, ইত্যাদি দিতে দিন।
4. ভেরিফাই করে নিন সব তথ্য।
5. এবার আপনার এই লিংকিং সফল হলে আপনি একটি মেসেজ পেয়ে যাবেন। স্ক্রিনে দেখিয়ে দেবে নে আপনার এই দুটি নথি লিংক হল কিনা।
6. এরপর আপনার মোবাইল নম্বরে একটি OTP যাবে।
এছাড়া আপনার SMS এর মাধ্যমেও লিংক করতে পারেন Pan-Aadhaar। এটার জন্য আপনাকে UID PAN লিখে একটা স্পেস দিয়ে 12 সংখ্যার আধার নম্বর এবং আবার একটি স্পেস দিয়ে 10 সংখ্যার প্যান নম্বর দিয়ে দিব। তারপরও সেটা 567678 বা 56161 -এ পাঠিয়ে দিন।