এভাবে হ্যাং আউটে নিজের লাস্ট সিন লুকিয়ে রাখতে পারেন

এভাবে হ্যাং আউটে নিজের লাস্ট সিন লুকিয়ে রাখতে পারেন
HIGHLIGHTS

এই স্টেপ গুলি ফলো করে আপনি হ্যাংআউটের লাস্ট সিন লুকাতে পারেন

হোয়াটসঅ্যাপ, হাইক মেসেঞ্জারের মতন হ্যাংআউটেও আপনি আপনারা লাস্ট সিন লুকিয়ে রাখতে পারনে। এই ফিচারের মাধ্যমে আপনার লাস্ট সিন কোন হ্যাংআউট ইউজার্সরা দেখতে পাবেননা। আমরা এই আর্টিকেলে আপনাদের এই বিষয়ে বলব যে কি করে আপনারা কম্পিউটার থেকে হ্যাংআউটের লাস্ট সিন লুকিয়ে রাখতে পারবেন।

হ্যাং আউটে আপনি যে কোন সময়ে লাস্ট সিন ইনেবেল বা ডিসেবেল করতে পারেন। যদি আপনি এই উপায় জানতে চান তবে এই আর্টিকেলটি অবশ্যই একবার পড়ে দেখুন। এই স্টেপ গুলি ফলো করে আপনি হ্যাংআউটের লাস্ট সিন লুকিয়ে রাখতে পারবেন।

হ্যাংআউটে নিজের চ্যাটে নিজের নামের কাছে থাকা ড্রপ-ডাউনে ক্লিক করুন।

এখানে দেওয়া শো হওয়া ইউ বার লিস্টে অ্যাক্টিভেট অপশান্র সামনে দেওয়া বক্সে ক্লিক করুন।

এভাবে আপনি আপনারা হ্যাংআউটের লাস্ট সিন লুকিয়ে রাখতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo