HIGHLIGHTS
4G কানেকশন থাকা সত্ত্বেও স্লো ইন্টারনেট স্পিড
ইন্টারনেট গতি বাড়াতে সেটিংস-এর গুরুত্ব অনেকটাই
ইন্টারনেটের গতি বাড়াতে Access Point Network বা APN-এর সেটিং ঠিকঠাক হতে হবে
এখন আমরা প্রত্যেকেই 4G Smartphone ব্যবহার করি। সেইসঙ্গে বেশিরভাগ সময়েই থাকে আনলিমিটেড ডেটা কানেকশন। কিন্তু অনেকসময়েই দেখা যায় যে 4G ইন্টারনেট কানেক্টিভিটি থাকা সত্ত্বেও ওয়েবপেজ লোড হতে অনেকটা বেশি সময় নিয়ে নিচ্ছে।
আপনাপ এই সমস্য়ার সমাধান নিয়ে আমরা এসছি। এই সমস্য়া সমাধানের জন্য় কয়েকটি উপায় ফোলো করলে বাড়তে পারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইন্টারনেট স্পিড। তবে আসুন দেখেনি বিস্তারিত ভাবে এই উপায়….
মোবাইলে ইন্টারনেটের স্পিড বাড়াবেন কীভাবে জেনে নিন-
- বেশ কিছু স্মার্টফোনে সিম কার্ড লাগালেই অটোমেটিক সেটিং হয়ে যায়। তবে কিছু কিছু ফোনে ম্যানুয়ালি ইন্টারনেটের স্পিডের সেটিং করতে হয়।
- ফোনে ম্যানুয়ালি ইন্টারনেট সেটিং করতে হলে প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে।
- এরপর সেখানে Preferred Type of Network অপশনে গিয়ে 4G বা LTE অপশনটি বেছে নিতে হবে।
- মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে হলে APN বা Access Point Network এর সেটিং ঠিক রাখতে হবে।
- APN প্রোটকল অপশনে ক্লিক করে APN Type ডিফল্ট (default) রাখতে হবে।
- এছাড়াও ইন্টারনেট স্পিডকে যথাযথ রাখতে হলে নিয়মিত ক্যাচ(Cache) ক্লিয়ার করতে হবে।
অনেকসময়েই আনওয়ান্টেড ফাইল অতিরিক্ত জমা হলে ফোন স্লো হয়ে যেতে পারে, তাই সেগুলিকে ডিলিট করে ফেলতে হবে।