How to: স্মার্টফোন হারিয়েছে? এই ভাবে ব্লক করে দিন UPI ID, কেউ করতে পারবে না স্ক্যাম

Updated on 24-Jul-2024
HIGHLIGHTS

স্মার্টফোন হারিয়ে গেলে UPI ID ব্লক করা খুবই গুরুত্বপূর্ণ

আমাদের ফোনে ফোন পে, পেটিএম এবং গুগল পে-এর মতো অ্যাপগুলি ইউপিআই আইডির সাথে যুক্ত থাকে

ইউপিআই আইডি ব্লক করে দিন বা ডিএক্টিভেট করে দিন

অনলাইনে দিন প্রতিদিন স্ক্যাম এর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই ছোটখাটো ভুলের কারণে প্রতারণার শিকার হচ্ছে বয়স্ক থেকে শুরু করে প্রতিটি মানুষ। একটি ভুল আর সব শেষ! এমন পরিস্থিতিতে নিজেকে নিরাপদ রাখা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে তখন, যদি আপনার ফোন হারিয়ে যায়। তবে যদি আপনার সাথে এমন ঘটে তবে দেরি না করে সঙ্গে সঙ্গে UPI ID (Google Pay, Phone Pay, Paytm) ব্লক করা উচিত।

কীভাবে ব্লক করবেন UPI ID

স্মার্টফোন হারিয়ে গেলে ইউপিআই আইডি ব্লক করা খুবই গুরুত্বপূর্ণ। এমনটি না করলে যেকোনো মানুষ আপনার ফোনে ইউপিআই ব্যবহার করতে পারে। আমাদের ফোনে ফোন পে, পেটিএম এবং গুগল পে-এর মতো অ্যাপগুলি ইউপিআই আইডির সাথে যুক্ত থাকে।

আরও পড়ুন: How to: দামি রিচার্জ থেকে মুক্তি পেতে BSNL নেটওয়ার্কে পোর্ট করাতে চান? Jio-Airtel গ্রাহকরা জেনে নিন কী উপায়

  • এমন সময় আপনি অন্য ডিভাইসে আপনার UPI অ্যাপে লগ ইন করে নিন। এছাড়া আপনার ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পোর্টালের মাধ্যমে আপনার ইউপিআই অ্যাকাউন্ট অ্যাক্সেস করুন।
  • ইউপিআই আইডি ব্লক করে দিন বা ডিএক্টিভেট করে দিন।
  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই আইডি সরিয়ে দিন।

ফোনে কী করণীয়

স্মার্টফোন হারিয়ে গেলে ফোনের রিপোর্ট করুন সবার প্রথম। আপনার সিম কার্ড ব্লক করার জন্য মোবাইল নেটওয়ার্ক অপরাটের থেকে যোগাযোগ করুন।

চুরি হওয়ার পর অনলাইন ব্যাঙ্কিং, ইমেল এবং বাকি জরুরি অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলুন।

ডিভাইসকে সুরক্ষিত রাখতে ফোনে টু ফ্যাক্টর অথেনটিকেশন অন করে দিন।

আরও পড়ুন: Smartphone Hang Problem: নতুন ফোন বার বার হ্যাং হচ্ছে, এই ৫ পয়েন্ট হতে পারে কারণ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :